Advertisement

টলিউড

Swastika- Vikram's Movie: সত্য ঘটনা অবলম্বনে আসছে স্বস্তিকা- বিক্রমের 'দুর্গাপুর জংশন'! শ্যুটিং PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Dec 2023,
  • Updated 7:04 PM IST
  • 1/10

বড় পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে। আসছে নতুন ছবি 'দুর্গাপুর জংশন'।
 

  • 2/10

অরিন্দম ভট্টাচার্যের পরিচালনা ও প্রযোজনায় আমেরিকায় ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এই ছবি। যদিও আমেরিকার জায়গায়, ছবির প্রেক্ষাপট শিল্পনগরী দুর্গাপুর।
 

  • 3/10

কলকাতায় সম্প্রতি শেষ হল ছবির শ্যুটিং। দুর্গাপুর, বোলপুর এবং কলকাতার বিভিন্ন লোকেশন বেছে নেওয়া হয়েছিল শ্যুটিং লোকেশন হিসেবে। রইল ছবির শ্যুটিংয়ের নানা মুহূর্ত। 
 

  • 4/10

স্বস্তিকা- বিক্রম ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন অনুসূয়া মজুমদার, একাবলি খান্না, রাজদীপ সরকার ও প্রদীপ ধরের মতো শিল্পীরা।
 

  • 5/10

সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন প্রসেনজিৎ চৌধুরী। সম্পাদনা করবেন সুজয় দত্ত রায় এবং সঙ্গীত পরিচালনা করবেন সৌম ও শ্রী। 
 

  • 6/10

 'দুর্গাপুর জংশন'-এ একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। অন্যদিকে বিক্রমকে দেখা যাবে একজন দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায়। 
 

  • 7/10

এক ধারাবাহিক হত্যাকাণ্ডের কিছু রহস্য উন্মোচন করতে হাত মেলাবে এই দু'জন। 
 

  • 8/10

তরুণ - দাপুটে পুলিশ অফিসারের সহায়তায় রহস্যের গভীরে যাওয়ার একজন সাংবাদিকের লড়াই, ফুটে উঠবে পর্দায়।
 

  • 9/10

এই মুহূর্তে ছবির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। সব ঠিক থাকলে, ২০২৪ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ মুক্তি পাবে 'দুর্গাপুর জংশন'। 
 

  • 10/10

এর আগে 'অন্তর্লীন', 'ফ্ল্যাট নং ৬০৯', 'অন্তর্ধান' এবং 'শিবপুর'-এর মতো ছবিগুলি পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। 'দুর্গাপুর জংশন' প্রসঙ্গে তিনি এর আগে বলেন, "আমাদের নতুন এই ছবির নাম 'দুর্গাপুর জংশন'। ছবির বেশীরভাগ অংশের শ্যুটিং লোকেশন দুর্গাপুর। ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় একজন পুলিশ অফিসার এবং স্বস্তিকা মুখোপাধ্যায়  একজন সাংবাদিকের চরিত্রে ভঅিনয় করছেন। দুর্গাপুরে পরপর সিরিয়াল কিলিংয়ের ঘটনা ঘটে। সেই রহস্য উদ্ঘাটনের জন্য একজন সাংবাদিক ও পুলিশ অফিসার কীভাবে তদন্তে নাম, সেই নিয়েই ছবির পুরো গল্প। এটি আসলে আমেরিকার একটি পুরনো ঘটে যাওয়া ঘটনা। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে।   

Advertisement
Advertisement