দুর্বার কমিটির দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হল বুধবার। কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কৃষ্ণকলি'-র শ্যামা, অভিনেত্রী তিয়াসা রায়।
ঢাকের ধ্বনির সঙ্গে পা মিলিয়ে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানের স্থানে পৌঁছান তিয়াসা। লাল রঙা প্রিন্টেড কুর্তি, খোলা চুল ও নো- মেকআপ লুকে সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে মদন মিত্রের পরনে ছিল দুধ সাদা রঙের পাঞ্জাবি ও পাজামা।
এই বছর, দুর্বার কমিটির দুর্গাপুজোয় নবম বর্ষ। প্রাক্তন মন্ত্রী তথা , কামারহাটির বিধায়ক মদন মিত্র দুর্বার দুর্গাপুজো কমিটির সভাপতি। গত বছর তিনি খুঁটিপুজোর উদ্বোধন করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে সঙ্গে নিয়ে। এই বছর কৃষ্ণকলি'-র রাধার জায়গায় এলেন শ্যামা।
এদিনের অনুষ্ঠানে শুধু উপস্থিত ছিলেন না তিয়াসা, সেই সঙ্গে তিনি ঢাকের কাঠিও হাতে তুলে নিয়েছিলেন। বাদ যাননি মদন মিত্রও। নিজের সোশ্যাল পেজে সেই ভিডিয়ো তুলে ধরেছেন তিনি।
অতিমারীর সময়ে সোনাগাছির যৌনকর্মীদের অত্যন্ত সংকটে সময় কাটছে। তাই দুর্বার কমিটির থেকে সাহায্য চাওয়া হয়েছিল মদন মিত্রের কাছে। কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে ১৫০০ জন যৌনকর্মীর জন্য শাড়ি, সবজি, মুদি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন তিনি।
গত বছরও এই পুজোর ৭০ % সাহায্য তিনি করেছিলেন। এমনকি পুজোর ভোগের সামগ্রী, ফল সমস্ত দায়িত্ব নিয়ে পাঠিয়েছিলেন তিনি।
কলকাতার দুর্গাপুজোয় এই বছরের খুঁটিপুজো সূচনা হল দুর্বার কমিটির দুর্গাপুজোর মাধ্যমেই।