মাসখানেক আগে থেকে পাহাড়ি দিন কাটছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। শুটিংয়ে মানালিতে রয়েছেন অভিনেতা।
ডালহৌসি হিল স্টেশনের এক শুটিং ফ্লোরে মেকআপ রুম থেকে সেই ছবি শেয়ার করেছিলেন পরমব্রত।
এই মুহূর্তে তুষারপাত হচ্ছে হিমাচল প্রদেশে। শুটিংয়ের ফাঁকেই সেই এই ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।
সব ভুলে বরফ নিয়ে শিশুসুলভ আচরণে খেলছেন পরমব্রত।
বরফ নিয়ে খেলার একটি ভিডিও শেয়ার করে পরমব্রত লিখেছেন, "সাহস একটু বাড়ার পড়ে"।
শ্যুটের ফাঁকেই ছুটির মেজাজে রয়েছেন তিনি। বরফের মধ্যেই জিপের ওপর বসে ছবি শেয়ার করে পরমব্রত লিখেছেন, " বরফে বাঙালি...এটা হচ্ছে সাহস তুঙ্গে ওঠার পর"।
ভিডিও শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই অনুগামীরা সাবধান বার্তা পাঠাতে শুরু করেছেন। একজন লিখেছেন, "একটু দেখে! বেশি সাহস করতে গিয়ে সর্দি কাশি বাঁধিয়ে ফেলো না যেন! বাঙালি বাবু"।
আগামী ১৮ ডিসেম্বর আসছে তাঁর অভিনীত হিন্দি ওয়েব সিরিজ 'ব্ল্যাক উইডোজ'।
পরপর অনেকগুলি ওয়েব সিরিজের কাজ করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। যেগুলিতে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিনি।
হাতে রয়েছে আরও অনেকগুলো কাজ। এই বছরের বড়দিনেই মুক্তি পাবে তার অভিনীত এবং রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'হাবজী গাবজী'।
বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে তৈরি ডকুমেন্টারি 'অভিজান'-র শ্যুট চলছিল প্রয়াত অভিনেতা অসুস্থ হওয়ার আগে। এই কাজটির পরিচালনার দায়িত্বভার নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্ঘটনা ঘটে যাওয়ায় অসম্পূর্ণ রয়ে গিয়েছে কাজটি।