Advertisement

মনোরঞ্জন

ভ্যাকেশনে অপরাজিতা! পাহাড়ের বুকেই নেচে-গেয়ে মাতালেন চিনির মা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 17 Dec 2020,
  • Updated 10:20 PM IST
  • 1/9

করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই বহু তারকারা ছুটি কাটাতে পাহাড়ে যাচ্ছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী অপরাজিতা আঢ়্যও। নিজেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন গত অক্টোবর মাসে। ফের সুস্থ হয়েই কেজে ফিরেছিলেন তিনি। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 2/9

ব্যস্ততার মধ্যেই পাহাড়ে সময় কাটাতে পৌঁছেছেন অভিনেত্রী সঙ্গে রয়েছে পরিবার-পরিজনেরা। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 3/9

ট্রিপের 'উইমেন গ্যাঙের' সঙ্গে ছবিও শেয়ার করেছেন অপরাজিতা। রয়েছেন একেবারে খোশ মেজাজে। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 4/9

কখনও পাহাড়ের সামনে ধরা পড়েছে অভিনেত্রীর নীল রঙা পুলওভারে একেবারে ক্যাজুয়াল লুক। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 5/9

কখনও আবার তিনি সেজেছেন কালো লেস দেওয়া ড্রেসে। সব ছবিতেই মুখের রয়েছে অমলিন হাসি। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 6/9

অপরাজিতার বাদামী ও কালো কম্বিনেশনের হাই নেক ড্রেসের সঙ্গে মানানসই বুট নজর কেড়েছে সকলের। আনন্দে আবার 'আজ মে উপার' গানের সঙ্গে কোমরও দোলাচ্ছেন তিনি। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

 

  • 7/9

প্রকৃতিকে তারিয়ে উপভোগ করছেন অপরাজিতা। তাঁর ছবিতে ধরা পড়েছে এরকমই দৃশ্য। কাজের ফাঁকে ছুটি নেওয়া, এই কদিন যতটা চুটিয়ে মজা করে নেওয়া যায় আর কি... (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 8/9

 সামনের বড়দিনেই আসছে মৈনাক ভৌমিক পরিচালিত তাঁর ছবি 'চিনি'। অপরাজিত এছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 9/9

'রম-কম' এই ছবিতে মা মেয়ের ভূমিকায় দেখা যাবে অপরাজিতা ও মধুমিতাকে। প্রকাশ্যে আশা ছবির ট্রেলারে ধরা পড়ছে তাঁদের এক সুন্দর কেমিস্ট্রি। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement
Advertisement