চলছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। পুজো মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা, গান- বাজনা এবং সেই সঙ্গে দারুণ সাজগোজ। পুজোর দিকে সারা বছর ধরে মুখিয়ে থাকে বাঙালিরা। উৎসবের এই দিনগুলোয় কবে, কেমন সাজবেন, এই নিয়ে দীর্ঘদিন ধরে থাকে প্ল্যানিং। তবে বেশীরভাগ মহিলাদের পুজোর সময় ট্রাডিশনাল পোশাকই থাকে পছন্দের তালিকায়। অষ্টমীতে টলি নায়িকারা কে কেমন সাজলেন, দেখুন।
পীচ রঙের একটি সিল্কের শাড়ির সঙ্গে কনট্রাস্ট হলুদ ব্লাউজ পরেছেন মিমি চক্রবর্তী। চুলে রয়েছে খোঁপা এবং গায়ে সোনার গয়না। অষ্টমীর অঞ্জলীর মাঝে পুজোর কাজ করলেও দেখা গেল সাংসদ- অভিনেত্রীকে।
আবার কখনও তিনি লেন্সবন্দী হলেন, বাড়িতে আদরের পোষ্যর সঙ্গে সময় কাটানোর ফাঁকে। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মহাষ্টমীর অঞ্জলী দিলেন তাঁর ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের বাড়িতে। এদিন নায়িকা গাঢ় গোলাপি রঙা ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি পরেছিলেন। সেই সঙ্গে ঋতুপর্ণার পরনে ছিল মানানসই গয়না ও কপালে ছিল বড় লাল টিপ। যাকে বলে পারফেক্ট অষ্টমী লুক!
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে অষ্টমীতে সেজেছিলেন লাল পার- সাদা শাড়িতে। সঙ্গে রয়েছে লাল স্প্যাগেটি ব্লাউজ ও সোনার গয়না। রাজ ঘরণীকে এদিন দেখা গেল একেবারে বাঙালি বধূ লুকে। সিঁথি ভর্তি সিঁদুর, কপালের লাল টিপে তিনি একেবারে নজরকাড়া।
অন্যদিকে রাজ চক্রবর্তীও পরেছিলেন ট্রাডিশনাল পঞ্জাবি। বাদ যায়নি একরত্তি ইউভানও। অষ্টমীতে তিনজনের একসঙ্গে গাড়িতে করে ঘুরতে যাওয়ার ছবিও শেয়ার করেছেন নায়িকা।
তুনশ্রী চক্রব্রতী এই বিশেষ দিনের জন্য বেছে নিয়েছেন সাদা ঢাকাই জামদানী। সঙ্গে তাঁর পরনে রয়েছে সোনার গয়না, নীচু করে বাঁধা চুলের খোঁপায় রয়েছে জুঁইয়ের মালা। অভিনেত্রীর সাজে যেন ধরা পড়েছে তাঁর স্নিগ্ধ লুক।
অপরাজিতা আঢ্য বরাবর সাবকি সাজতে ভালোবাসেন। এদিনও অন্যথা হয়নি তাঁর। অভিনেত্রীকে দেখা গেল সাদা সিল্কের শাড়িতে। তাঁর গা ভর্তি সোনার গয়না রয়েছে। খোলা চুল, সিঁদুরের টিপের মধ্যে সবচেয়ে নজর কাড়ছে অপরাজিতার নাকের নথ।
সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম