Advertisement

মনোরঞ্জন

Tollywood Celebs on Saraswati Puja 2024: লাভ বার্ডস হোক কিংবা সিঙ্গেল! সরস্বতী পুজোয় কেমন সাজলেন টলি তারকারা? PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Feb 2024,
  • Updated 7:30 PM IST
  • 1/8

বাগদেবীর আরাধনায় মেতেছেন টলিপাড়ার সেলেবরা। এই বছরের বসন্ত পঞ্চমীতে স্টাইল স্টেটমেন্ট হিসাবে বাসন্তী, হলুদ, সাদা রঙই মূলত বেছে নিয়েছেন সকলে। এক নজরে দেখে দেখে নিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-তে কোন তারকা কেমন সাজলেন? 

  • 2/8

যে কোনও অনুষ্ঠানে কোয়েল মল্লিকের সাজ অন্যদের থেকে একটু আলাদাই হয় বরাবর। এদিন কোয়েল পরেছেন সাদা- হলুদ কম্বিনেশনের একটি ঢাকাই জামদানি শাড়ি। সঙ্গে রয়েছে একেবারে হালকা গয়না, খোলা চুল এবং লাল বড় টিপ। কোয়েল ও তাঁর স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানের ছেলে, ছোট্ট কবীর এদিন পরেছিলেন হলুদ রঙা পঞ্জাবি।  
 

  • 3/8

মাস তিনেক আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে নতুন ছবির অনেকটা শ্যুট শেষ করে ফেলেছেন নায়িকা। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার অফিসে প্রতিবারই পুজো হয় বড় করে। সেখানেই ইউভানকে নিয়ে গিয়েছিলেন রাজ ঘরণী। শুভশ্রী পরেছিলেন সাদা আনারকলি। ইউভানের পরনে, সাদা পঞ্জাবি- পাজামা।    
 

  • 4/8

তনুশ্রী চক্রবর্তীও এদিন সেজেছেন একেবারে ট্রাডিশনাল লুকে। বেগুনী শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে নীল ব্লাউজ পরেছেন নায়িকা। সেই সঙ্গে তাঁর পরনে রয়েছে বড় ঝুমকো দুল। 
 

  • 5/8

বাগদেবীর সামনেই প্রার্থনা করার ভঙ্গিতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সাদা কেরালা কটন শাড়ির সঙ্গে বাদামী ব্লাউজ কনট্রাস্ট করেছেন নায়িকা।  
 

  • 6/8

বিয়ের পর প্রথম সরস্বতী পুজো দর্শনা বণিকের। সৌরভ পত্নী এই বিশেষ দিনে সেজেছিলেন বাসন্তী রঙের ঢাকাই জামদানিতে। সেই সঙ্গে অভিনেত্রী পরেছেন রুপোলী জাঙ্ক জুয়েলারি। 
 

  • 7/8

অভিনেত্রী সন্দীপ্তা সেনেরও বিয়ের পর প্রথম সরস্বতী পুজো এবছর। এদিনের জন্যে সবুজ প্যাস্টেল শেডস বেঁছেছিলেন অভিনেত্রী। পোজ দিলেন স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে। 
 

  • 8/8

অন্যদিকে টলিপাড়ার অন্যতম লাভ বার্ডস ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল পেজে আদুরে ছবি শেয়ার করেছেন জুটি। বসন্ত পঞ্চমী- প্রেম দিবসে প্রেমিকার গালে চুমু একে দিচ্ছেন ঋদ্ধি।    
 

Advertisement
Advertisement