Advertisement

টলিউড

Tollywood Films 2021: পাইপলাইনে রয়েছে একগুচ্ছ বাংলা ছবির মুক্তি! দেখে নিন এক ঝলকে

সৌমিতা চৌধুরী
  • 21 Jan 2021,
  • Updated 9:16 PM IST
  • 1/16

করোনা অতিমারীর জন্যে জন্য বিনোদন জগতে বিস্তর প্রভাব পড়েছে। যার জেরে বাক্সবন্দী হয়ে পড়ে আছে একগুচ্ছ বাংলা ছবি। চলতি বছরে শুক্রবার মোট ৫৩ টি। এছাড়া রয়েছে বিশেষ কিছু উৎসবের দিন। তার মধ্যে তৈরি হবে নতুন ছবি। কীভাবে সামলাবে ইন্ডাস্ট্রি? আগের বছরের কোন ছবিগুলি এখনও মুক্তি বাকি রয়েছে, দেখে নিন এক নজরে।

  • 2/16

কাকাবাবুর প্রত্যাবর্তন

সৃজিত মুখার্জী পরিচালিত কাকাবাবু সিরিজের এই ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তির কথা ছিল গত বছর বড়দিনে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক রয়েছেন এই ছবিতে।

  • 3/16

বাজি

আয়ুষ্মান প্রত্যুষ পরিচালিত 'বাজি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিৎ ও মিমি চক্রবর্তী।

  • 4/16

কাবেরী অন্তর্ধান

 কৌশিক গঙ্গোপাধ্যায়  পরিচালিত এই ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 
 

  • 5/16

মায়াকুমারী

অরিন্দম শীল পরিচালিত 'মায়াকুমারী' রয়েছে সেই  তালিকাতে। এই ছবিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

  • 6/16

টনিক

দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত 'টনিক' পরিচালনার দায়িত্ব সামলেছেন অভিজিৎ সেন।

  • 7/16

গোলন্দাজ

 দেবের আরেক ছবি 'গোলন্দাজ'-ও মুক্তির অপেক্ষায়। এই ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি।

  • 8/16

আগন্তুক

'আগন্তুক'-র পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিটি গত বছরের এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার।

  • 9/16

 ডিকশনারি

ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি'-তে মুখ্য চরিত্রে রয়েছে আবীর চট্টোপাধ্যায় ও নুসরত জাহান।

  • 10/16

 হাবজি গাবজি

রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে অনলাইন গেমের ফলে পরিবারের ওপর আসা প্রভাব নিয়ে তৈরি হয়েছে ছবিটি। অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী ও পরমব্রত চ্যাটার্জী।

  • 11/16

 ধর্মযুদ্ধ

রাজ চক্রবর্তীর আরেক ছবি 'ধর্মযুদ্ধ' এখনও মুক্তির অপেক্ষায়। এই ছবিতে রয়েছে অনেকগুলি চেনা মুখ। শুভশ্রী গাঙ্গুলী, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, স্বাতীলেখা সেনগুপ্ত ও কৌশিক রায়কে যাবে এখানে।
 

  • 12/16

বিনিসুতোয়

অতনু ঘোষের ছবি 'বিনিসুতো'-তে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান।

  • 13/16

 বেলা শুরু 

শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি দীর্ঘ প্রতীক্ষিত। এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন আরও অনেকে।
 

  • 14/16

 লক্ষী ছেলে

উইন্ডোজ প্রোডাকশন হাউজের আরও একটি ছবি 'লক্ষ্মী ছেলে'-র পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি।মূল চরিত্রে দেখা যাবে উজান গাঙ্গুলীকে।

  • 15/16

বাবা বেবি ও 

উইন্ডোজ প্রোডাকশন হাউজের আরও একটি ছবি মুক্তি পাবে এই বছরই।পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায় ও মূল চরিত্রে রয়েছেন যীশু সেনগুপ্ত।

  • 16/16

অভিযান

 সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান' পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এটিই বর্ষীয়ান অভিনেতার শেষ কাজ।

Advertisement
Advertisement