বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জিতেন্দ্র মদনানিকে খুব কম মানুষ চিনলেও, তাঁকে জিৎ নামে সকলেই চেনেন।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল সুপারস্টার জিৎ -র। সিরিয়াল দিয়ে অভিনয়ে হাতে খড়ি তাঁর।
এরপর চলতে থাকে কাজের উদ্দেশ্যে মুম্বই ও কলকাতার শহরে তাঁর স্ট্রাগল। কলকাতায় কিছুদিন ইংরেজি নাটকেও অভিনয় করেছিলেন।
২০০১ সালে তেলেগু ছবি 'চাঁদু'-র হাত ধরে বড় পর্দায় আসা তাঁর। যদিও ছবিটি খুব একটা পরিচিতি এনে দিতে পারেনি তাঁকে।
২০০২ সালে মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তীর পরিচালিত 'সাথী'। বাংলা সিনেমায় প্রথম ৯ কোটির বেশি বক্স অফিস সাফল্য এনেছিল এই ছবিটি। বাংলা ছবির পুরানো ধারাকে অনেকটাই ভেঙে দিয়েছিলেন জিৎ। 'সাথী' মুক্তি পাওয়ার পর থেকেই বাঙালি দর্শকেরা বেশি করে হলমুখী হয়েছেন
এরপর থেকে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট কমার্শিয়াল ছবি রয়েছে জিতের তালিকায়।
এই বছর ৩০ নভেম্বর ৪২ বছর পূর্ণ করলেন সুপারস্টার জিৎ। রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রি ছাড়াও তাঁর অসংখ্য অনুরাগীরা।
শুধু অভিনয় নয় ধীরে ধীরে খুলে ফেলেছেন প্রযোজনা সংস্থাও, যেখানে সাফল্য মিলছে বিপুল।
শুধু অভিনয় নয় ধীরে ধীরে খুলে ফেলেছেন প্রযোজনা সংস্থাও, যেখানে সাফল্য মিলছে বিপুল।
সম্প্রতি তাঁর প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছে আবীর চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র অভিনীত 'সুইজারল্যান্ড' ছবিটি। তিনি নিজেও শেষ করেছেন 'বাজি' ছবির কাজ। খুব শীঘ্রই মুক্তি পাবে জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত 'বাজি'।