গত কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও মধুমিতা সরকার (Madhumita Sarkar)। পাঁচ বছর পরে ফের জুটি বেধেছেন তাঁরা। তবে এবার তাঁদের দেখা যাবে মিউজিক ভিডিয়োতে। এই খবর চাউর হওয়া মাত্রই অপেক্ষায় রয়েছেন 'যশমিতা' (Yashmita) ফ্যানরা।
SVF-র নতুন মিউজিক ভিডিয়ো 'ও মন রে' (O Mon Re)-তে দেখা যাবে যশ ও মধুমিতাকে। কিছুদিন আগেই সামনে এসেছে তার লুক। বুধবার প্রকাশ্যে এল গানের টিজার।
গানের কথা লিখেছেন ও গেয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী তনবীর ইভান। ভিডিয়োটি পরিচালনার দায়িত্ব সামলেছেন কোরিওগ্রাফার - পরিচালক বাবা যাদব। সিনেমাটোগ্রাফি সৌমিক হালদারের।
টিজারে ধরা পড়ছে যশ ও মধুমিতার ঘনিষ্ঠ দৃশ্য। আঁচ পাওয়া যাচ্ছে কয়েক মিনিটের সেই ভিডিয়োটিতে আদরমাখা প্রেমের মুহূর্ত ধরা পর্বে জুটির।
লাল বেনারসির সঙ্গে কনট্রাস্ট সবুজ রঙা ব্লাউজ, সোনালী গয়না, কপালে চন্দনের টিপ, মাথায় শোলার মুকুট ও হাতে আলতায় একেবারে বাঙালি বধূ মধুমিতার লুক সবচেয়ে নজর কেড়েছে সকলের।
তবে যশ কিন্তু রয়েছেন ক্যাসুয়াল গোল গলা টি -শার্ট কিংবা ফর্মাল পোশাকে। এমনকি প্রেমিকার বিয়ের পিঁড়ি ধরেছেন যশ। টিজার দেখে আন্দাজ করা যাচ্ছে, প্রেমের সুন্দর সময়ের পর বিরহ আসতে চলেছে দু'জনের মধ্যে।
এর আগে এসভিএফ-র ব্যানারে তৈরি 'বোঝেনা সে বোঝেনা'- র অরণ্য সিংহ রায় ও পাখির জুটি বাঙালি দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছিল। সেই সময় থেকেই জনপ্রিয় হয় 'যশমিতা' জুটি।
২০১৩-২০১৬, তিন বছর ধরে স্টার জলসায় হিট ছিল 'বোঝেনা সে বোঝেনা'। বাংলা মেগার জনপ্রিয়তার পরে হিন্দিতেও এই সিরিয়াল হয়, যার নাম 'ইস পেয়ার কো কেয়া নাম দু'।
অনেক দিন ধরেই যশের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছে। সঞ্চালক হিসেবে তিনি ছোট পর্দায় ফিরছেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছে। যদিও তিনি জানিয়েছেন, এটি ভুয়ো খবর।
অন্যদিকে মধুমিতাও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি বিজ্ঞাপনী ছবির শ্যুট সদ্য শেষ করেছেন। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।
'অরণ্য-পাখি' জুটি আজও দর্শকদের কতটা কাছের, তা বোঝা গেছে ছবি থেকে গানের ঝলক ভাইরাল হওয়ার পর। মুহূর্তে, নেটপাড়ার চর্চার নতুন বিষয় হিসাবে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় জুটির গান।
আগামী ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে সম্পূর্ণ গানটি। (ছবি: সংগৃহীত)