Advertisement

মনোরঞ্জন

Yash Dasgupta: সিঁদুর পরিয়ে বিয়ে করছেন যশ! প্রকাশ্য সেই ভিডিয়ো

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2021,
  • Updated 2:17 PM IST
  • 1/10

এই মুহূর্তে যশ দাশগুপ্ত ও  নুসরত জাহানের বিয়ের জল্পনা তুঙ্গে। অভিনেত্রী -প্রযোজক এনা সাহার বিশ্বকর্মা পুজোয় হাজির হয়েছিলেন 'যশরত'। আর সেখানেই যশের প্রেমিকার  সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। 

  • 2/10

ভাইরাল হওয়া এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি গোপনে বিয়ে ছেড়ে নিয়েছেন ঈশানের বাবা-মা? 

  • 3/10

এই জল্পনার মাঝেই সামনে এল এক ভিডিয়ো। যেখানে সিঁদুর পরিয়ে দিচ্ছেন যশ। শুধু সিঁথিতে নয়, মেটে রঙা সেই সিঁদুর গালেও লাগিয়ে দিচ্ছেন নায়ক। 

  • 4/10

তবে সেই ভিডিয়োতে যশের সঙ্গে নেই তাঁর প্রেমিকা। রয়েছেন অন্য একজন। অবাক হচ্ছেন? এবার বলা যাক আসল কাহিনি। 

  • 5/10

যশ সিঁদুর পরিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহাকে। সেই ভিডিয়ো নিজের সোশ্যাল পেজে ও ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন স্যান্ডি। 

  • 6/10

বলাই বাহুল্য মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো। ক্যাপশনে স্যান্ডি সাহা লিখেছে, "আজ আমার হিন্দু মতে বিয়ে হল, আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা...অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখলো।" 

 

  • 7/10

গেরুয়া সিঁদুর নিয়ে বহু নেটিজেনদের রাজনৈতিক প্রশ্ন এড়াতে, তিনি সঙ্গে লিখেছেন, "আচ্ছা সিঁদুরের রং গেরুয়া এর সাথে কোনোরকম রাজনৈতিকতার সম্পর্ক নেই।" 

  • 8/10

এর আগেও যশের ছবিতে বহুবার কমেন্ট করেছেন স্যান্ডি সাহা। যশের একটি ছবিতে বলেছিলেন ভালোবাসার কথা। তিনি লেখেন, "যশ তুমি শুধু আমার, এই বাংলার সবার হতে দেবো না তোমায়!" সেই কমেন্টে মজা করে যশ উত্তর দিয়ে লেখেন, "আচ্ছা"।

  • 9/10

বিভিন্ন সময়, তারকাদের নিয়ে বহু মজার ভিডিয়ো বানিয়ে আলোচনায় থাকেন স্যান্ডি সাহা। এবারও ঘটলো ঠিক সেরকম ঘটনা। তবে এর আগেও বিভিন্ন ইভেন্টে 'যশরত' -র  সঙ্গে ফটো সেশন করেছেন স্যান্ডি। 

  • 10/10

ছবি সৌজন্য: ফেসবুক।
 

Advertisement
Advertisement