Advertisement

Ritabhari Chakraborty: 'এখনই বিয়ে করছি না', জল্পনা উড়িয়ে জানালেন ঋতাভরী

সোমবার সকাল থেকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) বিয়ের খবরে বাংলার সংবাদমাধ্যম সরগরম হয়ে উঠেছিল। টলিউডি জল্পনা স্থান করে নিয়েছিল খবরের শিরোনামে। কিন্তু বিয়ের খবর যে স্রেফ জল্পনা, তা স্বষ্ট করলেন স্বয়ং ঋতাভরী চক্রবর্তী। সোশাল মিডিয়ায় জানালেন, এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তাঁর।

ঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2021,
  • अपडेटेड 5:57 PM IST
  • এত তাড়াতাড়ি বিয়ে করার কোনও পরিক্লপনা নেই আমার।
  • শারীরিক ভাবে সেরে ওঠার চেষ্টা করছি। আমার স্বাস্থ্য এবং কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।
  • দয়া করে এ নিয়ে আর লেখালেখি বা ফোন করবেন না।

সোমবার সকাল থেকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) বিয়ের খবরে বাংলার সংবাদমাধ্যম সরগরম হয়ে উঠেছিল। টলিউডি জল্পনা স্থান করে নিয়েছিল খবরের শিরোনামে। কিন্তু বিয়ের খবর যে স্রেফ জল্পনা, তা স্বষ্ট করলেন স্বয়ং ঋতাভরী চক্রবর্তী। সোশাল মিডিয়ায় জানালেন, এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তাঁর।

একটি সোশাল মিডিয়া পোস্টে ঋতাভরী লেখেন, 'I am not getting married anytime soon. I just recovered from Two surgeries as you all know so all am focusing is on my health and all the projects i have signed to work on. PS - No more articles or calls on this please. I am not going to talk about this.' অর্থাৎ, 'এত তাড়াতাড়ি বিয়ে করার কোনও পরিক্লপনা নেই আমার। আপনারা সকলেই জানেন যে আমার দুটো অস্ত্রোপচার হয়েছে। শারীরিক ভাবে সেরে ওঠার চেষ্টা করছি। আমার স্বাস্থ্য এবং কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। বেশ কিছু প্রোজেক্ট সাইন করেছি। বিঃ দ্রঃ দয়া করে এ নিয়ে আর লেখালেখি বা ফোন করবেন না। আমি আর এ বিষয়ে কোনও কথা বলব না।'

 

প্রসঙ্গত, সোমবার ২৬ জুলাই হঠাৎ করেই ঋতাভরীর বিয়ের খবর রটে যায়। প্রায় সব সংবাদ মাধ্যমে লেখা হয়, চলতি বছরের শেষেই বাগদান পর্বে সেরে ফেলতে পারেন ঋতাভরী। বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। তবে খবর যে শুধুমাত্র জল্পনাই, তা স্পষ্ট করে দিলেন নিজেই।

করোনা-কালে ঋতাভরীকে নানা ভাবে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসতে দেখা গিয়েছে। কখনও দুঃস্থ প্রবীণদের করোনার টিকাকরণ করিয়েছেন। কখনও ডিপ্রেশন এবং অন্যান্য মনোরোগের সমাধানে হেল্পলাইন চালু করেছেন সাধারণের জন্য। 'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডিফ' নামে সল্টলেকের একটি স্কুল চালান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। এমনকি তাঁর সোশ্যাল পেজে উঁকি মারলেও দেখা যায় তাঁর বিভিন্ন সামাজিক কর্মসূচীর ছবি ও ভিডিয়ো। কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়! তাই 'রাজনীতিতে যোগ না দিয়েও' যে কাজ করা যায়, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ঋতাভরী চক্রবর্তী।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement