Advertisement

EXCLUSIVE: "স্পষ্ট কথা যে বলবে সেই টার্গেট হবে!" আজতক বাংলায় অকপট সায়নী

রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলায়। এর মধ্যে গত কয়েকদিন ধরেই খবরের শীর্ষে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। স্পষ্টভাষীদের বর্তমানের অসুরক্ষিত পরিস্থিতি থেকে সরাসরি রাজনৈতিক মঞ্চে পা রাখা নিয়ে আজতক বাংলায় অকপট সায়নী।

সায়নী ঘোষ (ছবি সৌজন্য: ফেসবুক)
সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 28 Jan 2021,
  • अपडेटेड 8:49 AM IST
  • রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলায়।
  • কয়েকদিন ধরেই খবরের শীর্ষে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ।
  • আজতক বাংলায় অকপট সায়নী।

রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলায়। এর মধ্যে গত কয়েকদিন ধরেই খবরের শীর্ষে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। স্পষ্টভাষীদের বর্তমানের অসুরক্ষিত পরিস্থিতি থেকে সরাসরি রাজনৈতিক মঞ্চে পা রাখা নিয়ে আজতক বাংলায় অকপট সায়নী। কথা বললেন সৌমিতা চৌধুরীর সঙ্গে।

আজতক: আপনি এবং আপনার সমাজ কতটা অসুরক্ষিত বলে মনে হয়?

সায়নী: যে বা যারা নিজের মতামত প্রকাশ করবেন, বাক-স্বাধীনতার প্রয়োগ করবেন, আগামী দিন তাঁদের জন্য ভয়ঙ্কর হতে পারে। আর শিল্পী বা বুদ্ধিজীবী হলে তো মুখে কুলুপ আটতে হবে। মহিলাদের ক্ষেত্রে বিশেষ অসুবিধায় ফেলা হবে।

বারবার সায়নী ঘোষই টার্গেট কেন? 
সায়নী: সত্যি কথা, স্পষ্ট কথা যেই বলবে সেই টার্গেট হবে। আজকে আমি কালকে অন্য কেউ !

প্রতিবাদ তো হচ্ছে, তাও থামছে না কটূকথা! 'যৌনকর্মী'র সঙ্গে তুলনা করা হচ্ছে? কোথায় এটার শেষ মনে হচ্ছে?

সায়নী: এটা তো শুরু... আবোল তাবোল বলে মূল জিনিসের থেকে মানুষের অ্যাটেনশন সরানো, এই কাজে কিছু লোক পারদর্শী।

আরও পড়ুন: শালীনতার সীমা ছাড়ালেন BJP সাংসদ, অভিনেত্রীকে যৌনকর্মীর সঙ্গে তুলনা

অভিনয়ের প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি রাজনীতির প্ল্যাটফর্মের প্রয়োজন? আপনার কী মনে হয়? 

সায়নী: একদমই না। অভিনেতাদের যে রাজনীতিতে আসতেই হবে এমন কোনও কথা নেই। আবার তাঁরা শুধুই অভিনয় করবেন, রাজনৈতিক মতামত থাকবে না এটাও কোনও কথা না। স্বাধীন দেশে সবার কথা বলার সমান অধিকার আছে। সেটা তাঁর নিজের ব্যাপার, সে রাজনৈতিক বা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করবে কিনা।

 সমীক্ষা বলছে ২০২১-র নির্বাচনে বিজেপি 'টাফ ফাইট' দেবে পশ্চিমবাংলায়! সেক্ষেত্রে আপনার মতো টলিপাড়ার স্পষ্টবাদীরা কী কিছুটা আশঙ্কায়? 

Advertisement

সায়নী: ফিল্ম ইন্ডাস্ট্রিকে 'ডি-পলিটিসাইজ' করা আসল উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু সেটা হওয়ার নয়। আমি বা আমার কিছু সহকর্মী খুবই ভোকাল, সে যে সরকারই হোক। হ্যাঁ তাঁদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। আরও বাড়তে পারে।


এতদিনের কেরিয়ারে এতটা কষ্ট করে একটা জায়গা বানানো, সহজে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে কি? 

সায়নী: সেটাই তো কাজ! কিন্তু আসলে এগুলোতে কিচ্ছু আসে যায় না। মানুষ আমাকেও চেনেন। যারা আমার বিরুদ্ধে এইসব মন্তব্য করছেন তাঁদেরকেও চেনেন।

আরও পড়ুন: 'হুমকি'-র সংস্কৃতি বাংলার ঐতিহ্য নয়!" এবার একজোট হয়ে পথে নামছে টলিপাড়া

এতদিন রাজনীতি সচেতন মানুষ হিসেবে পরিচিত! এবার কি সক্রিয় রাজনীতিতে আসার সময় হয়েছে?

সায়নী: সময় হয়েছে কিনা, তা সময় বলবে! 

এই মুহূর্তে পাইপলাইনে কী কী কাজ রয়েছে?
সায়নী: 'প্রতিদ্বন্দ্বী'-র পঞ্চম সপ্তাহ চলছে। 'সহবাসে'- মুক্তি পাবে পরের মাসে। এছাড়াও 'সিটি অফ জ্যাকেলস'- ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আজতক-র প্ল্যাটফর্মে বর্তমান পরিস্থিতিতে সকলকে কী বার্তা দিতে চাইবেন?

সায়নী: সজাগ থাকুন। সচেতন থাকুন। মাথা আর মনের মধ্যে বিবাদ চলবে। সব সময়ে মনের কথা শুনবেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement