Advertisement

Srabanti Chatterjee: 'ভালোবাসা ছাড়া আর আছে কী', কেন বললেন শ্রাবন্তী?

একটি সেলফি পোস্ট করে তার ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, 'There is only one happiness in life, to love and be loved...' অর্থাৎ, জীবনে শুধুমাত্র একটাই খুশির কারণ, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া...। ক্যাপশন দেখে অনেকেরই কিশোর কুমারের গাওয়া একটি গানের লাইন মনে পড়ে যেতে পারে, 'ভালোবাসা ছাড়া আর আছে কী...'

শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2021,
  • अपडेटेड 5:30 PM IST
  • গত কয়েক মাস যাবত শ্রাবন্তী এবং তাঁর স্বামী রোশন সিংয়ের শেয়ার করা নানা পোস্ট খবরের শিরোনামে উঠে এসেছে।
  • প্রকাশ্যেই তাঁরা বার বার বাক্ বিতণ্ডায় জড়িয়েছেন।

সোশাল মিডিয়ায় সব সময় স্ক্যানারের নীচে থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee). গত কয়েক মাস যাবত শ্রাবন্তী এবং তাঁর স্বামী রোশন সিংয়ের শেয়ার করা নানা পোস্ট খবরের শিরোনামে উঠে এসেছে। প্রকাশ্যেই তাঁরা বার বার বাক্ বিতণ্ডায় জড়িয়েছেন। নাম করেননি ঠিকই, কিন্তু বক্তব্যের লক্ষ্য যে একে অপরে তা ওয়াকিবহাল মহল মাত্রেই জানেন। মঙ্গলবার দুপুরে শ্রাবন্তীর করা একটি পোস্টের ক্যাপশনও একই ভাবে নজর কাড়ছে।

একটি সেলফি পোস্ট করে তার ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, 'There is only one happiness in life, to love and be loved...' অর্থাৎ, জীবনে শুধুমাত্র একটাই খুশির কারণ, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া...। ক্যাপশন দেখে অনেকেরই কিশোর কুমারের গাওয়া একটি গানের লাইন মনে পড়ে যেতে পারে, 'ভালোবাসা ছাড়া আর আছে কী...'

 

রোশন আদালতে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে বধূ ফিরিয়ে আনার মামলা দায়ের করেন মাস খানেক আগে। গত ১৮ জুন সেই মামলা সংক্রান্ত সমন পাঠানো হয় শ্রাবন্তীকে। এবং তিনি তা গ্রহণও করেন। তবে সমন গ্রহণ করেও আদালতে উপস্থিত হননি তিনি। আজতক বাংলার তরফ থেকে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।

রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, সমন গ্রহণ করে কেন শ্রাবন্তী আদালতে আসেননি তা জানা নেই। তবে এখন লকডাউন চলছে। সে কারণে অন্য একটি দিন তাঁকে উপস্থিত হতে বলা হয়েছে। তিনি আরও জানান, শ্রাবন্তীর উপস্থিতি এই মামলায় গুরুত্বপূর্ণ। তাঁর মক্কেল রোশন সিংয়ের বিরুদ্ধে যাতে কোনও অভিযোগ না আসে সে কারণেই বধূ ফিরিয়ে আনার মামলা করা হয়েছে। রোশন পুরনো সমস্ত কিছু ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান।

Advertisement

তবে নির্দিষ্ট দিনে যদি শ্রাবন্তী উপস্থিত না হন সে ক্ষেত্রে আদালতে এক তরফা শুনানি হবে। যদি রোশনের সংসার করার রায় দেয় সে ক্ষেত্রে শ্রাবন্তী কী পদক্ষেপ করেন তা দেখার। তিনি আদালতে উপস্থিত হলে কী বক্তব্য রাখেন তার দিকে নজর থাকবে সকলের।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement