গত এক সপ্তাহের বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই কথা, 'ফাইট ঐন্দ্রিলা, ফাইট'! একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)? সকলের প্রার্থনা করছেন, অভিনেত্রীর সুস্থ হওয়ার খবর পাওয়ার। মাঝে কিছুটা আশার কথা শুনিয়েছিলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। শোনা গিয়েছিল স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে ঐন্দ্রিলার। তবে এবার কিছুটা উদ্বেগ বাড়ছে সকলের। স্বাস্থ্যের অবনতি হয়েছে অভিনেত্রীর।
ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রায় কেটে গেছে ১০ দিন। এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। মাঝে জ্বর কমলেও, বর্তমানে ফের তাপমাত্রা বেড়েছে তাঁর শরীরের। সেই সঙ্গে সংক্রমণও কিছুটা বেড়েছে। হাসপাতাল সূত্রের খবর, এখনও 'সি প্যাপ' সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। ভাল -মন্দ মিশিয়ে রয়েছেন ঐন্দ্রিলার। অভিনেত্রীর চিকিৎসকেরা কিছুটা দুঃশ্চিন্তায় রয়েছেন। তবে যেহেতু অভিনেত্রীর বয়স খুব একটা বেশি না, তাই চিকিৎসকেরা মনে করছেন লড়তে পারবেন তিনি।
১ নভেম্বর থেকে আচমকা ব্রেন স্ট্রোক হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ঐন্দ্রিলা শর্মা। এর আগে দু'বার ক্যান্সারকে হারিয়ে কাজে ফিরেছিলেন অভিনেত্রী। কিন্তু জীবনযুদ্ধে ফের লড়াই শুরু তাঁর। প্রায় বছর সাতেক আগে ২০১৫ সালে শিরদাঁড়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। বছরভর দীর্ঘ লড়াইয়ের পর, গত বছরের শেষে জানা যায় দ্বিতীয়বার ক্যান্সারকে হারিয়েছেন তিনি।
একাধিকবার ঝুঁকিপূর্ণ সার্জারির পর চলেছে কেমোথেরাপি, রেডিয়েশন। তবুও মুখের হাসি কখনও অমিল হতে দেখেননি কাছের মানুষেরা। বারবার পড়ে গিয়েও, গা ঝেড়ে আবার উঠে দাঁড়িয়েছেন ঐন্দ্রিলা শর্মা। এখন সকলের অপেক্ষা, ফিট হয়ে, হাসি মুখেই তাঁর ফেরার।