Advertisement

Ankush Hazra and Oindrila Sen wedding plan: ঐন্দ্রিলা চান ডেস্টিনেশন ওয়েডিং, অঙ্কুশ 'কৃপণ'? ফাঁস বিয়ের প্ল্যান

টলিউডের চর্চিত জুটিদের মধ্যে একজন অঙ্কুশ-ঐন্দ্রিলা। কিছুদিন ধরে তাঁদের বিয়ে নিয়েই উত্তাল হয়ে উঠেছিল গোটা নেট দুনিয়া। তাঁরা আদৌও বিয়ে করবেন কিনা, কবে করবেন এবং কেন করছেন না এই নিয়েই টলিউডের অন্যান্য তারকা তথা তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুদের প্রশ্নে জর্জরিত হয়ে যান এই জুটি। পরে জানা যায়, গোটা ব্যাপারটি গিমিক মাত্র। লাভ ম্যারেজ ছবির প্রোমোশনের জন্য 'বিয়েটা কবে হচ্ছে' সিরিজ বানিয়েছিলেন তাঁরা।

অঙ্কুশ-ঐন্দ্রিলাঅঙ্কুশ-ঐন্দ্রিলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2023,
  • अपडेटेड 5:08 PM IST
  • টলিউডের চর্চিত জুটিদের মধ্যে একজন অঙ্কুশ-ঐন্দ্রিলা
  • কিছুদিন ধরে তাঁদের বিয়ে নিয়েই উত্তাল হয়ে উঠেছিল গোটা নেট দুনিয়া
  • তাঁরা আদৌও বিয়ে করবেন কিনা, কবে করবেন এবং কেন করছেন না এই নিয়েই টলিউডের অন্যান্য তারকা তথা তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুদের প্রশ্নে জর্জরিত হয়ে যান এই জুটি

টলিউডের চর্চিত জুটিদের মধ্যে একজন অঙ্কুশ-ঐন্দ্রিলা। কিছুদিন ধরে তাঁদের বিয়ে নিয়েই উত্তাল হয়ে উঠেছিল গোটা নেট দুনিয়া। তাঁরা আদৌও বিয়ে করবেন কিনা, কবে করবেন এবং কেন করছেন না এই নিয়েই টলিউডের অন্যান্য তারকা তথা তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুদের প্রশ্নে জর্জরিত হয়ে যান এই জুটি। পরে জানা যায়, গোটা ব্যাপারটি গিমিক মাত্র। লাভ ম্যারেজ ছবির প্রোমোশনের জন্য 'বিয়েটা কবে হচ্ছে' সিরিজ বানিয়েছিলেন তাঁরা। এই লাভ ম্যারেজ-এর প্রোমো মুক্তি পায় ১৪ ফেব্রুয়ারি। কিন্তু প্রশ্ন তো সেই থেকেই গেল কবে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

বিয়ে করতে অনীহা অঙ্কুশের
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অঙ্কুশ জানিয়েছেন যে তাঁরা চার বছর ধরে লিভ-ইন রিলেশনে আছেন তাই আবার বিয়ে করার দরকারটা কী সেটাই বুঝতে পারছেন না। অভিনেতার কথায়, সর্বক্ষণ তো তাঁরা একসঙ্গেই রয়েছেন। অঙ্কুশের ইচ্ছা না থাকলেও ঐন্দ্রিলার বিয়ে করার ইচ্ছা রয়েছে সম্পূর্ণভাবে। ঐন্দ্রিলার কথায় লিভ-ইন করলেও তিনি বিয়ে করতে চান।

আরও পড়ুন

ডেস্টিনেশন ওয়েডিং করতে চান ঐন্দ্রিলা
ঐন্দ্রিলার অবশ্য ডেস্টিনিশন ওয়েডিংয়ের দিকে ঝুঁকি বেশি। তিনি চান বিয়ের দিন তিনি ডিজাইনার পোশাক পরবেন। দামী ভেন্যু বুক করতে চান। অপরদিকে অঙ্কুশ বলিউড তারকাদের বিয়ের পথেই হাঁটতে চান। অর্থাৎ তিনি ইন্ডাস্ট্রির খুব কম মানুষকে ডাকতে চান। অঙ্কুশ বলেন যে তিনি অধিকাংশ জনকেই ডাকবেন না। কারণ অর্ধেক তো আসবেন না। আর এলেও খাবেন এবং পিছনে গিয়ে নিন্দা করবেন। বিয়ের ব্যাপারে দুই তারকারই মত যে ভিন্ন সেটা একেবারেই স্পষ্ট। ঐন্দ্রিলা চান রাজকীয় বিয়ে সারতে কিন্তু অঙ্কুশের চাহিদা কম বাজেটের বিয়ে।   

অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনে থাকছেন একসঙ্গে
প্রসঙ্গত, অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের বয়স ১৩ বছর। ১৪ ফেব্রুয়ারি তাঁদের সম্পর্ক ১৩ বছরে পা দিল। ২০২০ সালে কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ফ্ল্য়াটের সামনে তাঁর ও ঐন্দ্রিলার নেমপ্লেট বসানো। খুব সুন্দরভাবে সাজিয়েছেন তাঁরা এই ফ্ল্যাটটি। এখানেই একসঙ্গে থাকেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ২০২১ সালে ঐন্দ্রিলা-অঙ্কুশের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা দেখা গেলেও তা ধামাচাপা পরে যায়। বিয়েটা কবে করছেন সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও বিয়ের পরিকল্পনা তাঁদের কেমন তা বোঝা গেল।    

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement