অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) বিয়ে কবে হবে, এই নিয়ে নেটিজেন থেকে শুরু করে অনুগামীরা বারবার প্রশ্ন করেন টলি জুটিকে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে জুটির একসঙ্গে নানা মুহূর্তের ছবি। চলছে ভ্যালেনটাইন উইক (Valentine Week)। প্রেমের সপ্তাহে প্রেমিকার সঙ্গে একটি লিপ লকের ছবি শেয়ার করে, বিয়ের খবর দিলেন অঙ্কুশ।
৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। গোটা বিশ্বে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। ভ্যালেন্টান্স উইককে 'লাভ উইকও' বলা হয়। শনিবার সোশ্যাল পেজে ঐন্দ্রিলার সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন অঙ্কুশ।
অঙ্কুশের কোলে ঐন্দ্রিলা। দু'জনের চোখ বন্ধ, ঠোঁটে ঠোঁট মিশেছে, একে অপরের প্রেমে ডুবেছেন টলিপাড়ার লাভ বার্ডস। আদরমাখা মুহূর্ত সকলের সামনে শেয়ার করে অভিনেতা লিখেছেন, "কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত...।"
১৪ ফেব্রুয়ারি অঙ্কুশ হাজরার জন্মদিন। প্রতি বছর এই দিনটি বিশেষ ভাবে উদযাপন করেন তিনি। প্রিয়তমা ঐন্দ্রিলাও দেন বিশেষ উপহার। তবে হঠাৎ কেন বিয়ে নিয়ে সংশয় প্রকাশ করলেন অভিনেতা, এই উত্তর খুঁজছেন নেটিজেনরা। অনেকে মনে করছেন, শীঘ্রই কোনও বড় চমক দেবেন তিনি।