ছোট- বড় দুই পর্দার জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য। দু'দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন অভিনয়ের সঙ্গে। তবে এই প্রথম নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তাও বড় পর্দায়- মুখ্য চরিত্রে। ছবির নাম বানসারা। আতিউল ইসলাম পরিচালিত এই ছবিতে একজন বড় মাফিয়া চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। উল্টো দিকে পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে।
'বানসারা' মূলত পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম। এই গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে বানসারা। এই বনদেবী এতটাই জাগ্রত যে, তিনি নাকি স্বয়ং অপরাধীদের নিজে হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। দেবীর ইচ্ছে, আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সমস্ত কিছুই দেবী বড়মা মারফত পৌঁছে দেন সমস্ত গ্রামবাসীর কাছে। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে-গৌরীকা দেবী। তিনি বানসারার ভাল এবং মন্দের একটি নিয়মাবলী ঠিক করে রেখেছেন। বানসারার রক্ষক এবং একাধারে রাজনীতিবিদ তিনি।
বানসারার বড়মা অর্থাৎ গৌরীকা দেবীর ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। এই গ্রামে দেবীর হাতে ক্রমাগত খুন হতে থাকে। এই গ্রামে হতে থাকে বিভিন্ন ধরনের বেআইনি কাজ। সমস্ত বেআইনি কাজের সমাপ্তি ঘটানোর জন্য গ্রামে আসেন পুলিশ অফিসার অজিতেশ। এই অফিসারের রেকর্ড আছে এনকাউন্টার করার এবং অল্প সময়ে বদলি হয়ে যাওয়ার। পুলিস অফিসারের চরিত্রে রয়েছেন বনি।
এই গ্রামের একজন প্রধান শিক্ষিকা, যিনি বড়মার খুবই কাছের, তিনি হলেন সুভদ্রা। এই চরিত্রে রয়েছেন মুন সরকার। এই গ্রামকে সমস্ত কালো ছায়া এবং অভিশাপ থেকে মুক্ত করতে আসবে একজন কাপালিক। এই কাপালিকের ভূমিকায় অভিনয় করছেন বিশ্বরূপ বিশ্বাস। গ্রামের সমস্ত ঘটনা, অপরাধ, অলৌকিকতা এবং বনদেবীর প্রভাব নিয়ে এই গ্রামে ডকুমেন্টারি ফিল্ম শ্যুট করতে আসেন একজন পরিচালক। যে চরিত্রে রয়েছেন লিজা ভৌমিক। অন্যদিকে গৌরিকা দেবীর অনুগত এবং একজন নিষ্ঠাবান পুরোহিতের ভূমিকায় রয়েছেন ভাস্কর দত্ত। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন টলি পাড়ার বেশ কিছু চেনা মুখ।