তাঁর সমসাময়িক অনেক অভিনেত্রী নয় সংসার করছেন আর নয়তো বা চুটিয়ে প্রেম করছেন। কেউ তো মা পর্যন্ত হয়ে গিয়েছেন। কিন্তু এখনও সিঙ্গল টলিউডের অন্যতম অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। প্রেম-বিয়েতে না গিয়ে অভিনেত্রী এখন সিনেমা করছেন চুটিয়ে। ইন্ডাস্ট্রিতে তাঁর সবচেয়ে ভালো বন্ধু নুসরত জাহানও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার করছেন। কিন্তু এখন অভিনেত্রী একেবারেই সিঙ্গল। তবে তিনি কেন এতদিন ধরে সিঙ্গল রয়েছেন তার কারণ এবার সামনে আনলেন।
এখনও সিঙ্গল মিমি
তাঁর জীবনে কোনও এক সময়ে বসন্তের আনাগোনা ছিল কিন্তু সেইসব এখন একেবারেই অতীত। অভিনেত্রীর জীবনে এখন শুধুই কাজ। কাজের বাইরে মিমি পরিবারের সঙ্গে এবং তাঁর পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন। খুব বেশি বাইরেও যান না, পার্টিও করেন না। কিন্তু মিমির মতো এত সুন্দরী প্রথম সারির টলিউড অভিনেত্রী কি সত্যিই সিঙ্গল? বেশ কিছু বছর ধরে তাই তাঁর দর্শকের মনে একটাই প্রশ্ন, কেন এখনও কোনও সঙ্গী নেই মিমির? সেই উত্তরই জানালেন নায়িকা।
কেন সিঙ্গল জানালেন নিজেই
মিমি সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে কেন তিনি সিঙ্গল এখনও। অভিনেত্রী সেই ভিডিওতে বলেন, বন্ধুরা, আমি খুঁজে বার করেছি, কেন এখনও আমি সিঙ্গল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি। এই ভিডিওর মাধ্যমেই অভিনেত্রী তাঁর মনের কথা মুখে নিয়ে এলেন। তবে পুরোটাই মজার ছলে তৈরি করা রিলস। যেরকমটা অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা করে থাকেন।
আরও পড়ুন: তেমন হিট নেই ঝুলিতে, ছবি ও স্টেজ শোয়ে কত পারিশ্রমিক নেন বনি?
রাজ-মিমির প্রেম এখন অতীত
প্রসঙ্গত, টলিউডে মিমি চক্রবর্তীর সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর প্রেম টিনসেল টাউনে বেশ চর্চিত বিষয় ছিল। দীর্ঘদিনের সম্পর্ক ছিল রাজ-মিমির। সম্পর্ক এতটাই গভীর ছিল যে তা বিয়ে পর্যন্ত গড়াবে বলেও মনে করা হচ্ছিল। কিন্তু আচমকাই মিমি ও রাজের সম্পর্ক ভেঙে যায় এবং রাজ চক্রবর্তীর জীবনে আসেন শুভশ্রী। এখন শুভশ্রীর সঙ্গেই সুখের সংসার রাজের। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে এরপর থেকে মিমিকে কোনও সিরিয়াস সম্পর্কে জড়াতে দেখা যায়নি।