মা হওয়ার দেড় মাসের মধ্যে কাজে ফিরছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আগামী অক্টোবর মাস থেকেই পরিচালকদ্বয় সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ-র পরবর্তী ছবি জয় কালী কলকত্তেওয়ালি ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে নুসরতকে। তবে এত দ্রুত নুসরত কাজে ফিরবেন তা ভাবতে পারেননি সুদেষ্ণা নিজেও। সংবাদ মাধ্যমে জানিয়েছেন, একটু দ্বিধা নিয়েই নুসরতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু নুসরত কাজে ফেরার বিষয়ে ভীষণ পজিটিভ।
ছবিতে প্রথমবার সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে নুসরতকে। এর আগে স্ক্রিন ভাগ করলেও কখনও জুটি হিসাবে দেখা যায়নি সোহম-নুসরতকে। গত কয়েক বছর ধরে মূল ধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি একটু অন্য ধারার ছবি করায় মনোযোগ দিয়েছেন নুসরত। ক্রিসক্রস থেকে ডিকশনারির মতো বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিজিৎ-সুদেষ্ণার ছবিও একটু অন্য ধারার। সেখানে রাকা-র চরিত্রে দেখা যাবে নুসরতকে।
ছবির গল্প এগোও তিন বন্ধুকে নিয়ে। যারা অভাবের তাড়নায় কুপথে রোজগারের রাস্তায় চলে যায়। এর মধ্যে হঠাৎই শহরের বুক থেকে উধাও হয়ে যায় এক কালীমূর্তি। সেই ঘটনাকে ঘিরেই গল্প এগোবে। কী ভাবে অনীশের জীবনে রাকা আসবে সেটাও গল্পের আরও একটি মোড়। অনীশের চরিত্রে দেখা যাবে সোহমকে।
এ ছাড়াও থাকছেন, কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখরা। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। সঙ্গীত পরিচালনা করছেন স্যাভি। গান গেয়েছেন, আকৃতি কক্কর, আরমান মালিক, নিকিতা গান্ধী, নাকাজ আজিজ-রা। সব কিছু ঠিক থাকলে আগামী বছর ছবিটি মুক্তি পাবে।