Advertisement

Hati Hati Paa Paa Box Office Collection: কতটা সফল 'হাঁটি হাঁটি পা পা'? জানুন চিরঞ্জিৎ, রুক্মিণীদের ছবির বক্স অফিস কালেকশন কেমন

Tollywood Movie Box Office Report: অনেকর মনেই কৌতূহল, এখন পর্যন্ত কতটা লক্ষ্মীলাভ হল এই ছবির। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'হাঁটি হাঁটি পা পা'-র এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন কেমন।

'হাঁটি হাঁটি পা পা'-র বক্স অফিস  রিপোর্ট 'হাঁটি হাঁটি পা পা'-র বক্স অফিস রিপোর্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 11:39 AM IST

পশ্চিমবঙ্গে শীত ঢুকে গেছে। বছরের এই সময়টাতে একেবারে অন্য চিত্র ধরা পরে কলকাতার। ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, আড্ডা, পিকনিক, পার্টি  সহ নানা প্ল্যানের মধ্যে দিয়ে শীতকাল উপভোগ করেন সকলে। এসবের সঙ্গে এই সময়টাতে ছবি দেখতেও প্রেক্ষাগৃহে ভিড় কমান অনেকেই। পুজো, বড়দিন কিংবা ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি। সেক্ষেত্রে উৎসব শেষে ছবি মুক্তিতে কিছুটা ঝুঁকি কম থাকে।  

গত ২৮ নভেম্বর মুক্তি পেয়েছে 'হাঁটি হাঁটি পা পা' (IFFI)। এই ছবিটি মুক্তির আগেই জায়গা করে নিয়েছে চলতি বছরের ইন্টারন্যশনাল ফ্লিম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। টিজার, ট্রেলার লঞ্চের পর থেকেই এই ছবি ঘিরে বেশ উৎসাহ দেখা গিয়েছিল দর্শকের মধ্যে। অনেকর মনেই কৌতূহল, এখন পর্যন্ত কতটা লক্ষ্মীলাভ হল এই ছবির। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'হাঁটি হাঁটি পা পা'-র এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন কেমন।

 ছবি: হাঁটি হাঁটি পা পা

* প্রযোজনা সংস্থা: সেলুলয়েড ফিল্মস 
 
* পরিচালক: অর্ণব মিদ্যা 

* অভিনয়ে: চিরঞ্জিৎ চক্রবর্তী, রুক্মিণী মৈত্র

বক্স অফিস কালেকশন 

* বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.১১ কোটি  

* ভারতে নেট কালেকশন- ০.৯ কোটি 

* বাংলায় নেট কালেকশন- ০.০৯ কোটি 

মুক্তির পরে প্রথম দিনে ' হাঁটি হাঁটি পা পা'-র কালেকশন ছিল ০.০১ কোটি, দ্বিতীয় দিনেও কালেকশন ছিল ০.০২ কোটি, তৃতীয় দিনে কালেকশন ছিল ০.০৩ কোটি এবং চতুর্থ দিনে কালেকশন ছিল ০.০১ কোটি, পঞ্চম দিনের কালেকশন ০.০১ কোটি এবং ষষ্ঠ দিনে এই ছবির কালেকশন ০.০১ টাকা।  

মেয়ে-বাবার সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি হয়েছে 'হাঁটি হাঁটি পা পা'। এই ছবিতে বাবা ও মেয়ের চরিত্রে রয়েছেন চিরঞ্জিৎ ও রুক্মিণী। বাবা -মেয়ের এক অন্যরকম গল্প ফুটে উঠেছে এই ছবিতে। চিরঞ্জিৎ,রুক্মিণী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা বসু, তিনি চিরঞ্জিতের বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন তুলিকা বসু, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, ঈশিকা দের মতো শিল্পীরা।

Advertisement

একটা বয়সের পর বাবা যখন নিজের সঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করে, সেটাই মেয়ের সব থেকে বড় আপত্তির জায়গা হয়ে উঠবে। মায়ের জায়গায় অন্য কোনও মহিলাকে ভাবতেই পারবে না সে। শুরু হবে বাবা- মেয়ের মধ্যে মতান্তর। দুই প্রজন্মের দুই মানুষের ভিন্ন চিন্তা কীভাবে এক হবে? একে অপরকে তারা কীভাবে বুঝতে পারবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে। 

 
 

Read more!
Advertisement
Advertisement