Advertisement

Nusrat Jahan: 'ছেলেদের শেখানো হোক নারীদের সম্মান করা', FB লাইভে নুসরত

ফেসবুক লাইভে নুসরত এবং সুদেষ্ণা এই সমস্ত বিষয় নিয়ে সোচ্চার। তাঁরা নিজেদের জীবন নিয়েও কথা বললেন পরোক্ষ ভাবে। একই সঙ্গে বললেন, 'ছোট থেকে বাড়িতে ছেলেদের শেখানো উচিত নারীদের সম্মান কী ভাবে করতে হয়। সমাজের দৃষ্টিভঙ্গি তবেই বদলানো সম্ভব। না হলে রেপ হওযার পর প্রতিবার নারীর পোশাককেই দায়ী করা হবে।'

নুসরত জাহান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2021,
  • अपडेटेड 3:01 PM IST
  • ছোট থেকে বাড়িতে ছেলেদের শেখানো উচিত নারীদের সম্মান কী ভাবে করতে হয়।
  • সমাজের দৃষ্টিভঙ্গি তবেই বদলানো সম্ভব।
  • না হলে রেপ হওযার পর প্রতিবার নারীর পোশাককেই দায়ী করা হবে।

একটি গর্ভনিরোধক ওষুধের সংস্থার প্রচারের জন্য পরিচালক এবং প্রযোজক সুদেষ্ণা রায়ের সঙ্গে মাতৃত্ব ও মহিলাদের ক্ষমতায়ন নিয়ে দীর্ঘ আলোচনায় বসলেন নুসরত জাহান (Nusrat Jahan)। পিতৃতান্ত্রিক সমাজে মহিলাদের অবস্থান, অস্তিত্ব সংকটকে দূর করার একটি প্রয়াস নিল সেই সংস্থা। ফেসবুক লাইভে নুসরত এবং সুদেষ্ণা এই সমস্ত বিষয় নিয়ে সোচ্চার। তাঁরা নিজেদের জীবন নিয়েও কথা বললেন পরোক্ষ ভাবে। একই সঙ্গে বললেন, 'ছোট থেকে বাড়িতে ছেলেদের শেখানো উচিত নারীদের সম্মান কী ভাবে করতে হয়। সমাজের দৃষ্টিভঙ্গি তবেই বদলানো সম্ভব। না হলে রেপ হওযার পর প্রতিবার নারীর পোশাককেই দায়ী করা হবে।'

নারী জন্ম মানেই যে মা হওয়া নয়, সেই কথাই বার বার উচ্চারণ করলেন দুই শিল্পী। অন্তঃসত্ত্বা নুসরত বললেন, ‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

সুদেষ্ণা বললেন, ‘অনেকেই মনে করেন, মেয়েরা ছোট বয়স থেকে প্রেম করলে সেটা অন্যায়। সেটা বন্ধ করার জন্য বাবা মায়েরা বাল্য বিবাহ দিলে সেই পদক্ষেপকে তাঁরা সঠিক বলে মনে করেন।’ উত্তরে নুসরত বললেন, ‘প্রেম করা মানেই বিয়ে নয়।’ তাঁর কথায় সায় দিয়ে সুদেষ্ণা বললেন, ‘প্রেম করাটা অন্যায়ের নয়, তবে হ্যাঁ নিজেকে কোন পথে নিয়ে যাব, সেটা বিবেচনা করে দেখতে হবে। ১৬ বছর বয়সে কারও সঙ্গে পালিয়ে গেলে তাঁর জীবনটাও নষ্ট হয়ে যাবে।’ সুদেষ্ণার পরামর্শ, আগে নিজের পায়ে দাঁড়িয়ে নিয়ে তার পর বিয়ে নিয়ে ভাবা উচিত।

 

সেই প্রসঙ্গেই উঠে এল পিতৃতান্ত্রিক সমাজের দায়ভারের কথা। নুসরতের মতে, পুরুষরা মহিলাদের সম্মান করবেন কিনা, তার প্রাথমিক শিক্ষা আসা উচিত পরিবার থেকে। মা-বাবারা যদি তাঁদের ছেলেদের এই শিক্ষা দেন, তা হলে সমাজে অনেক কিছুই সংশোধনের দিকে যাবে। তেমনই ভাবে অভিভাবকদেরকে নুসরতের পরামর্শ, কন্যাসন্তান হলে তাঁকে বোঝানো উচিত, সমাজের ভয়ে মাথা নত করা ঠিক নয়। সেই প্রসঙ্গে নুসরত বললেন, ‘আমার মেয়ে হলে তাঁকে আমি শেখাব, সে যেন কখনও মাথা নত না করে।’

Advertisement

ব্যঙ্গ বিদ্রুপ নিয়ে সুদেষ্ণা তাঁকে প্রশ্ন করেন, ‘তোমার জীবন নিয়ে অর্ধেক খবর জেনে মিথ্যে কথা রটানো বা কুমন্তব্য করা — এই সমস্তই চোখে পড়ে। কী ভাবে সামলাও এ সব?’ অভিনেত্রীর সাফ জবাব, ‘সামলাই না তো। সামলানো বন্ধ করে দিয়েছি। মানুষের নেতিবাচকতাকে গায়ে মাখি না। তবে এটুকু বলব, স্বল্প বিদ্যা ভয়ঙ্করী। তাই কোনও বিষয় নিয়ে না জেনে মন্তব্য করা উচিত নয়। সেটা কেবল আমার কথা বলছি না। সব ক্ষেত্রেই এই বিষয়টা মাথায় রাখা উচিত।’

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement