সালটা ছিল ২০১৬। এভারেস্ট অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পর্বতারোহী সুনীতা হাজরা (Mountaineer Sunita Hazra) ও আরও ৬ জনের একটি দল। দুর্গম পর্বত জয় করতে গিয়ে, পদে পদে বিপদের সম্মুখীন হন সকলে। সে সময় খবর আসে, মৃত্যু হয়েছে সুনীতার (Sunita Hazra)। তবে মৃত্যুর মুখোমুখি লড়াই করেও সকলকে চমকে দিয়ে এভারেস্ট জয় (Everest Expedition) করে, ফিরে এসেছিলেন সেই বঙ্গতনয়া। তাঁর অদম্য লড়াইয়ের গল্প এবার বড় পর্দায়। পুজোর (Durga Puja 2022) আগেই মুক্তি পাবে 'মিশন এভারেস্ট' (Mission Everest)। যেখানে সুনীতা চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)।
এক অদমনীয় সাহসের অতুলনীয় গল্প দর্শকেরা এবার বড় পর্দায় দেখতে পাবেন। দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের (Debaditya Bandyopadhyay) পরিচালনায় আসছে 'মিশন এভারেস্ট'। ছবিটি মুক্তি পাবে ক্যামেলিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং ক্রিয়েটিভ লিবার্টির যৌথ প্রযোজনায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার (Mission Everest Trailer)। চন্দ্রেয়ী ঘোষ ছাড়াও এছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেঘা চৌধুরী, দীপ শঙ্কর দে, শান্তিলাল মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল সহ অন্যান্য। আগামী ৩০ সেপ্টেম্বর, মহাপঞ্চমীর দিন মুক্তি পাবে 'মিশন এভারেস্ট'।
আরও পড়ুন: 'বাবাই'-র থেকে নতুন ফোন উপহার পেলেন মিঠাই- সৌমিতৃষা! দাম কত জানেন?
এভারেস্ট (Mount Everest) জয় সব পর্বতারোহীর স্বপ্ন। প্রতি বছর, সারা বিশ্বের পর্বতারোহীরা এভারেস্টের বেস ক্যাম্পে একত্রিত হন এভারেস্ট চূড়া জয়ের স্বপ্ন নিয়ে। কয়েকজন সফল হন, আবার অনেকে ব্যর্থ হয়। অনেককে স্বপ্ন পূরণের স্বার্থে হারাতে হয় প্রাণ। সাতজনের একটি দল যাত্রা শুরু করেন, পৃথিবীর চূড়ায় চড়ার স্বপ্ন নিয়ে।
আরও পড়ুন: দেব-আবির-প্রসেনজিৎ থেকে শুভশ্রী! পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, দেখুন তালিকা...
সেই দলে যদিও তরুণ সদস্যদের সংখ্যাই বেশি। তবে তিলে তিলে স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রম করেছেন সকলে। দলে যেমন রয়েছেন একজন ফুচকা বিক্রেতা, তেমন সামিল হন এক গৃহবধূও। যার অভিযানে যাওয়ার আগে দু'বার চেষ্টা ব্যর্থ হয়। তিনি সুচন্দ্রা হাজরা (সুনীতা হাজরার পর্দার নাম)। মৃত্যুকে খুব কাছে থেকে দেখেও, সুচন্দ্রা সে সময় বেঁচেছিলেন যুক্তরাষ্ট্রের লেসলি বিনসের সাহায্য। তিনিই লড়াকু এই মেয়েকে বাঁচাতে, তাঁর নিজের স্বপ্নের অভিযানে আত্মত্যাগ করেছিলেন।
'মিশন এভারেস্ট'-কে সুনীতা হাজরার বায়োপিক বলা হচ্ছে না। বরং এটি তাঁর জীবন থেকে অনুপ্রাণিত একটি ছবি, বলে জানাচ্ছেন ছবির নির্মাতারা। তা সত্ত্বেও পর্দায় সুনীতা হয়ে উঠতে, শ্যুটিং শুরুর দীর্ঘদিন আগে থেকে নিজেকে ঘষে-মেজে তৈরি করেছেন চান্দ্রেয়ী।
আরও পড়ুন: ফ্যাট ঝরাতে নিয়মিত জিমে ব্যস্ত শ্রাবন্তী! ভাইরাল ওয়ার্ক আউটের ভিডিও
অ্যাথলিটদের ফিটনেস আনার জন্য প্রায় ২ মাস দু'বেলা, জিম ট্রেনারের কাছে কড়া ট্রেনিং নিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে চলেছে কড়া ডায়েট। শ্যুটিংয়ের সময়েরও সম্মুখীন হতে হয়ে নানা চ্যালেঞ্জের। রিয়েল লোকেশনে শ্যুট করার সময়, ফ্রস্টবাইটে নাক ফেটে গিয়েছিল তাঁর। অক্সিজেনের অভাবে অনেক ফুলেও গিয়েছিলেন তিনি। তবে এছবির গোটা জার্নিতে তাঁকে সমর্থন করার পাশাপাশি, প্রচুর টিপস দিয়েছেন বাস্তবের পর্বত কন্যা সুনীতা।