Advertisement

Dev- Khadaan's First Show: মধ্যরাতে হবে 'খাদান'-র প্রথম শো, ঘোষণা দেবের! শাহরুখের স্ট্র্যাটেজিতেই হাঁটছেন টলিউডের 'রাজার রাজা'?

Tollywood News: দিনরাত এক করে ছবির প্রচার সারছেন দেব। বাসে করে বাংলার মাটিতে ঘুরছেন 'খাদান'-র গোটা টিম। চলছে ছবির 'বেঙ্গল ট্যুর'। দুর্গাপুর, আসানসোল, মধ্যমগ্রাম, মালদার পরে  রায়গঞ্জে গিয়েছেন টলিউডের 'রাজার রাজা'। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 6:23 PM IST

ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আর বছরের শেষ মাস আসতেই 'খাদান' নিয়ে বিরাট ব্যস্ততা শুরু হয়েছে দেব সহ টিম 'খাদান'-র। ঐতিহ্য মেনে টলিউড সুপারস্টারের জন্মদিনে এবারও তাঁর ছবি মুক্তি পাবে। নিত্য নতুন কায়দায় নিজের প্রতিটা ছবিতেই প্রচার সারেন দেব। এই বড়দিনে মুক্তি পাবে 'খাদান'। দিনরাত এক করে ছবির প্রচার সারছেন দেব। বাসে করে বাংলার মাটিতে ঘুরছেন 'খাদান'-র গোটা টিম। চলছে ছবির 'বেঙ্গল ট্যুর'। দুর্গাপুর, আসানসোল, মধ্যমগ্রাম, মালদার পরে  রায়গঞ্জে গিয়েছেন টলিউডের 'রাজার রাজা'। 

'শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত'। এই স্লোগান এখন প্রায় সকলেরই চেনা। দেব- প্রেমীদের মুখে প্রায়ই শোনা যায় এই স্লোগান। সুপারস্টার কোথাও যাচ্ছেন শুনলেই, তাঁর বিপুল সংখ্যক ফ্যানেরা সেখানে উপস্থিত হন। একটা সেলফি, অটোগ্রাফ, একবার তাঁকে ছোঁয়া কিংবা অন্তত একবার তাঁকে চোখের দেখা দেখতে উন্মাদনা দেখা যায় অনুগামীদের মধ্যে। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুখি পাবে 'খাদান'। রায়গঞ্জে গিয়ে 'খাদান' নিয়ে বড় ঘোষণা করলেন দেব। এই ছবির প্রথম শো হবে রাত ২ টোর সময়। রায়গঞ্জেই দেখা যাবে এই ছবির প্রথম শো। ছবির প্রচারে গিয়ে এই কথা নিজেই ঘোষণা করেন দেব। 

 

'খাদান'-র পরিচালকের আসনে বসছেন সুজিত দত্ত। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে। ২০২৪-র প্রথম দিন দেবের এই নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই, দর্শকের মধ্যে কৌতূহলের পারদ চড়তে থাকে।  'খাদান'-র গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, রাজনীতি সহ নানা বিষয়। সেই সঙ্গে পর্দায় ফুটে উঠবে শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব। এক কথায় বলা যায়, কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হবে 'খাদান'। 
   
মোহন দাসের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। বৈষ্ণব ধর্মাবলম্বী মোহন, একটা সময় কীর্তন গাইতেন। ছবিতে যিশুর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে স্নেহা বসুকে। অন্যদিকে পুরুলিয়ার বাসিন্দা শ্যাম মাহাতো, সেই কয়লা খনি অঞ্চলেই আসে কাজের সন্ধানে। শ্যাম মাহাতো চরিত্রে অভিনয় করছেন দেব। ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে দেবকে। পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সিলমোহর আসেনি নির্মাতাদের তরফে। তবে জল্পনা যদি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে দেবের ফ্যানেদের জন্য একটি বড় উপহার হবে। খবর অনুযায়ী, দেবের অল্প বয়সি চরিত্রের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। অন্য দিকে বয়স্ক চরিত্রটির বিপরীতে থাকছেন বরখা বিস্ত সেনগুপ্তকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement