Advertisement

Dev at Dakshineswar Temple: মুক্তি পেল নতুন 'ব্যোমকেশ'-র ছবি, ভবতারিণী দর্শনে সকাল সকাল দক্ষিণেশ্বরে দেব

Dev- Byomkesh O Durgo Rohosya: নতুন ছবি মুক্তি পেয়েছে। এই ছবি নিয়ে অনেকটাই আশাবাদী দেব সহ অন্যান্য কলাকুশলীরা। মুক্তির দিন সকালে ভবতারিণী মায়ের দর্শন করতে ও পুজো দিতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন দেব।

দক্ষিণেশ্বর মন্দিরে দেব (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2023,
  • अपडेटेड 12:11 PM IST

এবার ব্যোমকেশ রূপে ধরা দিলেন দেব (Dev)। সত্যবতী তাঁর গার্লফ্রেন্ড- অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবং অজিত অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। বিরসা দাশগুপ্তর পরিচালনায় এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ও শ্যাডো ফিল্মসের যৌথ ব্যানারে তৈরি হয়েছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rohosya)। ১১ অগাস্ট দেশ জুড়ে মুক্তি পেল এই ছবি। জীবনে আবারও নতুন চ্যালেঞ্জ নিয়েছেন সাংসদ- অভিনেতা তথা প্রযোজক। শুক্রবার সকাল সকাল দক্ষিণেশ্বরে পুজো দিলেন তিনি। 

নতুন ছবি মুক্তি পেয়েছে। এই ছবি নিয়ে অনেকটাই আশাবাদী দেব সহ অন্যান্য কলাকুশলীরা। মুক্তির দিন সকালে ভবতারিণী মায়ের দর্শন করতে ও পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন দেব। দেবাদিদেব মহাদেবের মাথায়ও জল ঢাললেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। এই ছবিগুলি দেখে দেব অনুগামীরা তাঁকে শুভেচ্ছা- ভালোবাসায় ভরিয়েছেন। 

 

 

বড় পর্দা থেকে ওটিটি, বারবার ফুটে উঠেছে ব্যোমকেশের গল্প। আবারও রুপোলী পর্দায় সত্যান্বেষী। তবে অন্যান্য ব্যোমকেশের থেকে এবার অনেকগুলো 'রিস্ক ফ্যাক্টর' কাজ করছে। ব্যোমকেশ, সত্যবতী, অজিত তিনজনেই প্রথম এই চরিত্রে। বিরসাও প্রথমবার কোনও ব্যোমকেশ পরিচালনায় ময়দানে নেমেছেন। কীভাবে অন্ত:সত্ত্বা সত্যবতীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে, ধূমপান ছেড়েছিলেন ব্যোমকেশ, সে ঝলক ট্রেলারে মিলেছে। পর্দায় ধরা পড়েছে ব্যোমকেশ- সত্যবতীর মিষ্টি- স্নিগ্ধ রসায়ন। ট্রেলারের শেষ দৃশ্যে মহাদেব রূপে দেবকে দেখে চমক পেয়েছেন অনেকেই। 

বারবার ট্রোলড হন দেব। ব্যোমকেশ রূপে সামনে আসার পরও কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। এজন্যে কি কিছুটা মন খারাপ হয় টলিউড সুপারস্টারের? তাঁর কথায়, "আমি ভাবি না। যেহেতু আজকার দিনে সোশ্যাল মিডিয়া এতটাই ফ্রি এক্সেস এবং খারাপ কিছু না লিখলে লাইমলাইটে আসবে না এটা তো জানা কথা। চোখের সামনে আসার জন্যে দশটা নেগেটিভ বলতে হবে, তবে সেই গুরুত্বটা পাওইয়া যায়। ট্রোলিং নিয়ে ভাবলে আমি জীবনে কিছু করতেই পারতাম না। এমনকী আমার ট্রোলিং ভালই লাগে। আমি আগেও বলেছি, এটা আমায় অনেকটা মোটিভেট করে।"

Advertisement

তিনি আরও যোগ করেন, "সতেরো বছরের মধ্যে নিজের জায়গাটা ধরে রেখেছি... মানুষ ভাবত যে ছেলেটা বাংলা বলতে পারে না, শুধু পাগলু নাচতেই পারে। সেই ছেলেটা 'চাঁদের পাহাড়' করেছে, যেটা ভগবানের আশীর্বাদে ঠিকঠাক হয়েছে। রাজনীতিতে আসার পরে লোকে বলেছিল, এবারে দেব শেষ। তারপরেও 'টনিক', 'প্রজাপতি', 'গোলন্দাজ', 'কিশমিশ'-র মতো ছবি...এরপর 'ব্যোমকেশ', 'বাঘাযতীন'। কেন খারাপ বলবে না? আমি খুঁজি আমার আর কি খারাপ আছে বলুন, যাতে আমি শুধরে নিতে পারি নিজেকে। দিনের শেষে আজকের দেব এবং দশ বছর আগেকার দেবের মধ্যে কিছু তো পার্থক্য আছে। সেটা ভালর দিকটাই আমি বলব। সে কথাবার্তা হোক, নিজেকে প্রেজেন্ট করা হোক কিংবা কাজের বিষয়বস্তু বেছে নেওয়ার ক্ষেত্রে হোক। কোথাও না কোথাও গিয়ে ম্যাচিওরিটি এসেছে।" 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement