চলছে উৎসবের মরসুম। বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজোয় গা ভাসিয়েছে আট থেকে আশি। সাধারণ মানুষ থেকে তারকা, সকলে মেতে উঠেছে উৎসবের আনন্দে। পুজো মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা, গান -বাজনা, প্রচুর সাজগোজ করা এবং ঢাকের আওয়াজ।
তৃতীয়া থেকে তারকাদের চলে পুজো পরিক্রমা। মণ্ডপে- মণ্ডপে ঘুরে তারা বিভিন্ন সংস্থার হয়ে নির্বাচন করেন সেরার সেরাদের। মণ্ডপ, থিম, সজ্জা থেকে প্রতিমা সবই থাকে সে তালিকায়। টলি নায়িকারা জমিয়ে নাচলেন সুরুচি সঙ্ঘের মণ্ডপে। মুহূর্তে ভাইরাল ভিডিও।
পঞ্চমীর রাতে তিন টলি সুন্দরী হাজির সুরুচি সঙ্ঘে। ঢাকের তালে জমিয়ে করলেন নাচ। উষসী রায়, সৌরসেনী মিত্র ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভিড় জমালেন প্যান্ডেলে আগত দর্শনারর্থীরাও। সকলেই পরেছেন শাড়ি। সৌরসেনী ও উষসীর পরনে ভিন্ন শেডসের গাঢ় গোলাপী রঙা শাড়ি। অন্যদিকে সঞ্জনা নিজেকে সাজিয়েছেন হালকা রঙের শাড়িতে।
নায়িকাদের সঙ্গে ঢাক বাজাচ্ছেন মন্ত্রী অরূপ রায়। ঢাকের তালের সঙ্গে নাচের ভিডিওটি শেয়ার করেছেন উষসী। তিন অভিনেত্রীর ফ্যানেরা ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সকলেই দারুণ খুশি একসঙ্গে তাঁদের এভাবে দেখে। ভিডিওর ক্যাপশনে উষসী লিখেছেন, "আমাদের পঞ্চমীর কিছু মুহূর্ত সুরুচি সংঘে...।"
পুজোর চারদিনের জন্য, সারা বছর ধরে মুখিয়ে থাকে বাঙালি। উৎসবের এই দিনগুলোয় কবে, কেমন সাজবেন, এই নিয়ে দীর্ঘদিন ধরে চলে প্ল্যানিং। তবে বেশীরভাগ মহিলাদের পুজোর সময় ট্রাডিশনাল পোশাকই থাকে পছন্দের তালিকায়। এই টলি নায়িকাদের মতো আপনিও নিজেকে সাজাতে পারেন। কে বলতে পারে, ভিড়ের মধ্যে আপনিও হয়ে উঠলেন অনন্যা!