Advertisement

Ghasjomi Movie: ২৩টি পুরষ্কার ঝুলিতে, 'ঘাসজমি'র হাত ধরে বড়পর্দায় পা 'হরগৌরি'র অভিনেত্রীর

এই ছবিতে নেই টলিউডের প্রথম সারির তারকাদের ভিড়। নেই গ্ল্যামারস নায়ক-নায়িকা। যেটা আছে তা হল সুন্দর এবং পরিষ্কার একটি গল্প। ইতিমধ্যেই এই সিনেমা ৮৭টি মনোনয়ন পেয়েছে এবং ২৩টি পুরস্কার নিজেদের ঝুলিতে ভরেও নিয়েছে। এই সিনেমাকে পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজি'-এর বিভাগেই ফেলা যেতে পারে।

ঘাসজমি সিনেমার পোস্টারঘাসজমি সিনেমার পোস্টার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2023,
  • अपडेटेड 12:20 PM IST
  • এই ছবিতে নেই টলিউডের প্রথম সারির তারকাদের ভিড়।
  • নেই গ্ল্যামারস নায়ক-নায়িকা
  • যেটা আছে তা হল সুন্দর এবং পরিষ্কার একটি গল্প

এই ছবিতে নেই টলিউডের প্রথম সারির তারকাদের ভিড়। নেই গ্ল্যামারস নায়ক-নায়িকা। যেটা আছে তা হল সুন্দর এবং পরিষ্কার একটি গল্প। ইতিমধ্যেই এই সিনেমা ৮৭টি মনোনয়ন পেয়েছে এবং ২৩টি পুরস্কার নিজেদের ঝুলিতে ভরেও নিয়েছে। এই সিনেমাকে পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজি'-এর বিভাগেই ফেলা যেতে পারে। এক কথায় বলা চলে এক ছকভাঙা গল্প নিয়ে আসছে পরিচালক সুমন্ত্র রায়, যার নাম 'ঘাসজমি' (Ghasjomi)। মে মাসে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে একশোটি পুরস্কার ঝুলিতে না নিয়ে এই সিনেমা মুক্তি না করানোর পণ নিয়েছে। 

হরগৌরি পাইস হোটেল-এর নায়িকা এবার বডপর্দায়
এই সিনেমায় আরও এক চমক রয়েছে। ছোটপর্দার অভিনেত্রী এবার বড়পর্দায় আসতে চলেছে। যিশু সেনগুপ্তর ‘হরগৌরী পাইস হোটেল’-এর শুভস্মিতা মুখোপাধ্যায় ওরফে ‘ঐশানি’ সবার পরিচিত। নায়িকা হিসেবে খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছেন তিনি। খবর, ধারাবাহিকের গণ্ডি ছাড়িয়ে তাঁকে এবার দেখা যাবে ঘাসজমি সিনেমাতে। পরিচালক সুমন্ত্র রায়ের এই সিনেমা একেবারে নারীকেন্দ্রীক। দুই নারীকে ঘিরেই এই ছবির গল্প শুরু হয়। সেখানেই দুই নায়িকার এক নায়িকা তিনি। দেশ-বিদেশে সাড়া ফেলে দেওয়া এই সিনেমায় অভিনয় করতে পেরে শুভস্মিতা দারুণ উত্তেজিত। এর আগেও অবশ্য শুভস্মিতাকে দেখা গিয়েছে কুলের আচার, শেডস অফ লাইফ, মিটার ডাউন ছবিতেও। তবে ঘাসজমি তাঁর প্রথম অভিনীত সিনেমা বলা চলে। শুভস্মিতার সঙ্গে আর একজন যে নারী চরিত্রে অভিনয় করবেন তিনি হলেন সঞ্জিতা। অভিনেত্রী একজন থিয়েটার কর্মী। সঞ্জিতা এর আগেও হিন্দি ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন। 

ঘাসজমি সিনেমার দুই প্রধান নারী চরিত্র মুখোমুখি

আরও পড়ুন: TRP: হাড্ডাহাড্ডি লড়াই বাংলা সিরিয়ালে, টিআরপি-তে এবার বেঙ্গল টপার কে?

আরও পড়ুন

দোস্তজি-কে টেক্কা
২০২০ সালে এই সিনেমার শ্যুটিং হয় বলে জানা গিয়েছে। এই সিনেমা প্রসূণ চট্টোপাধ্যায়ের দোস্তজিকে টেক্কা দিয়ে ফেলেছে। শুধু তাই নয়, কান চলচ্চিত্র উৎসবেও এই ছবি যাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিচালক এই ছবি প্রসঙ্গে বলেন, 'ছবিতে তারকার ভিড় নেই। যা আছে তা হল অনবদ্য অভিনয়, নিশ্চিত উপস্থাপনা, বলিষ্ঠ চরিত্রায়ণ এবং একটি নিটোল গল্প।' মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সঞ্জিতা, শুভস্মিতা, শাওন চক্রবর্তী, দেবাশিস চট্টোপাধ্যায়, আরশি রায় প্রমুখ। তাঁর দাবি, 'ঘাসজমি' এমন একটি ছবি যা দর্শককে ভাবাবে, ভাবতে বাধ্য করবে।

Advertisement

 

অসমমবয়সী প্রেমের গল্প বলবে এই ছবি
এই ছবির দুই অসমবয়সী মেয়ে ঈপ্সিতা ও বর্ণা একটি কাজের সূত্রে একে অপরের সঙ্গে মিলিত হয়, কিন্তু তারপর প্রাথমিক এবং প্রথাগত সম্পর্ক পেরিয়ে তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত তাদের এই বন্ধুত্ব তাদের দুজনের জীবনকে দু-রকম ভাবে  প্রভাবিত করে এবং মানুষ হিসেবে তাদের আমূল বদলে দেয়। আসলে এই সিনেমা এমন কিছু বিষয়ের ওপর গল্প বলবে যে বিষয় নিয়ে সচরাচর আমরা বা সমাজ কথা বলতে পছন্দ করি না। 'ঘাসজমি' এমন একটি ছবি যা দর্শককে ভাবাবে, ভাবতে বাধ্য করবে। নিঃসন্দেহে আলোড়ন তৈরি করতে চলেছে এই ছবি। 

প্রযোজনার দায়িত্বে
সিনেমাটির প্রযোজনা করেছেন প্রিয়াঙ্কা মোরে যার আগের সিনেমাটি জাতীয় পুরষ্কার “হোলি রাইটস”, তার প্রযোজনা সংস্থা মোজাইক ইন ফিল্মস সিনেমা এই সিনেমাটিরও প্রযোজক।

Read more!
Advertisement
Advertisement