চলছে উৎসবের মরসুম। অন্যান্য প্ল্যানের সঙ্গে দুর্গা পুজোয় ছবি রিলিজ ( Durga Puja Movie Releases) একটা চল। গত কয়েকবারের ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি। গত বছর একাধিক ছবি মুক্তি পেলেও, খুব একটা লাভের মুখ দেখেনি বেশীরভাগ ছবি। সৌজন্যে করোনা অতিমারী।
এবছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, হলমুখী হচ্ছেন দর্শকেরা। প্রেক্ষাগৃহের বাইরে ঝুলছে 'হাউজফুল' বোর্ড। সেই আশায় বুক বেঁধে ৩০ সেপ্টেম্বর, মহাপঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। সেই তালিকায় রয়েছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptodhon) -র নামও।
অনলাইন বুকিং খুলে গেছে এসভিএফ (SVF)- প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত এই ছবির। দর্শকেরা অগ্রিম বুকিং করতে পারছেন ছবি দেখার। প্রযোজনা সংস্থার দাবি ইতিমধ্যেই প্রায় ২৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। যা, বাংলা চলচ্চিত্র মার্কেটে নতুন রেকর্ড গড়েছে। অগ্রিম টিকিট বুকিংয়ের (Advance Ticket Booking) ট্রেন্ড দেখে, নির্মাতারা মনে করছেন, মুক্তির সপ্তাহে উল্লেখযোগ্য পারফরম্যান্স করবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'।
আরও পড়ুন: TRP: শীর্ষে মিঠাই, খড়ি না ফুলঝুরি? চমকে দিয়ে প্রথম পাঁচে এই নতুন মেগা
গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-র ব্যাপক সাফল্যের পর,'গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির'-র তৃতীয় ছবি নিয়ে বড় পর্দায় ফিরছে সোনা দা, আবির ও ঝিনুক। এই ছবিতেও মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) ও ইশা সাহা (Ishaa Saha)। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে (Saurav Das)। ইতিহাস, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চের নিখুঁত মিশেলে তৈরি হয়েছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায় ফুটে উঠবে এছবিতে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ।
আরও পড়ুন: পরপর ২ ছবি ফ্লপ! ১০ কোটি পারিশ্রমিক কমালেন আয়ুষ্মান?
২০১৮ সালে 'গুপ্তধনের সন্ধানে' ও ২০১৯ সালে 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর মাধ্যমে দুই সঙ্গী আবির ও ঝিনুককে নিয়ে সোনাদা দর্শকদের মনে জায়গা করতে পেরেছিল। দু'বছর পর আবারও গুপ্তধনের সন্ধানে রোমাঞ্চকর যাত্রা হচ্ছে ত্রয়ীর। ৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই ছবি। পশ্চিমবঙ্গ ছাড়াও তেজপুর, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বই, পুনে, ভুবনেশ্বর, রাঁচির মতো একাধিক শহরে এবং কানাডায় মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। এছাড়া অক্টোবর জুড়ে সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের দর্শকদের কাছে পৌঁছবে এই ছবি। তবে শেষ পর্যন্ত কতটা লক্ষ্মীলাভ করতে পারে 'কর্ণসুবর্ণের গুপ্তধন', তা সময়ই বলবে।