Advertisement

Khadaan Movie: 'অ্যাকশন ভুলেছি ভাবছিস...?' কুড়ুল হাতে মারকাটারি অ্যাকশন অবতারে দেব, যোগ্য সঙ্গতে যীশু

Dev's- Khadaan: ২০২৪-এর প্রথম দিন দেবের এই নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই, দর্শকের মধ্যে কৌতূহলের পারদ চড়তে থাকে। 'খাদান'-র গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, রাজনীতি সহ নানা বিষয়।

'খাদান'-র লুকে যিশু ও দেব
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Aug 2024,
  • अपडेटेड 4:53 PM IST

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। প্রকাশ্যে এসেছে 'খাদান'-র টিজার। ২০২৪-এর প্রথম দিন দেবের এই নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই, দর্শকের মধ্যে কৌতূহলের পারদ চড়তে থাকে। 'খাদান'-র গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, রাজনীতি সহ নানা বিষয়। সেই সঙ্গে পর্দায় ফুটে উঠবে শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব। এক কথায় বলা যায়, কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হবে 'খাদান'। 
   
মোহন দাসের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। বৈষ্ণব ধর্মাবলম্বী মোহন, একটা সময় কীর্তন গাইতেন। ছবিতে যিশুর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে স্নেহা বসুকে। অন্যদিকে পুরুলিয়ার বাসিন্দা শ্যাম মাহাতো, সেই কয়লা খনি অঞ্চলেই আসে কাজের সন্ধানে। শ্যাম মাহাতো চরিত্রে অভিনয় করছেন দেব। ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে দেবকে। পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সিলমোহর আসেনি নির্মাতাদের তরফে। তবে জল্পনা যদি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে দেবের ফ্যানেদের জন্য একটি বড় উপহার হবে। খবর অনুযায়ী, দেবের অল্প বয়সি চরিত্রের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। অন্য দিকে বয়স্ক চরিত্রটির বিপরীতে থাকছেন বরখা বিস্ত সেনগুপ্তকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। 

দেবের মুখে শোনা যায়, 'ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি? উটা আমারই আছেক...', 'সর্দারি অত সিধা বাত লয়, যে একা সব সয়, ওই সর্দার হয়...', সংলাপ শুনেই বোঝা যাচ্ছে এই ছবিতে স্থানীয় ভাষায় কথা বলতে শোনা যাবে দেবকে। দীর্ঘদিন পরে ভরপুর অ্যাকশন ছবিতে দেখা যাবে দেবকে। তাঁকে যোগ্য সঙ্গতে রয়েছেন যীশু। 

অ্যাকশন, রহস্য, রোমাঞ্চে ভরপুর 'খাদান'-র টিজারই বুঝিয়ে দিল, এবার সকলকে আরও বড় মাপের চমক দিতে চলেছেন দেব। যদিও জ্বলন্ত বিড়ি নিমেষে মুখে পুড়ে এক ঢোকে গিলে নেওয়া থেকে শুরু করে, বাইকে চেপে শ্যাম ও মোহন চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙার দৃশ্যটি গায়ে কাঁটা দিতে পারে। 'খাদান'-র টিজার সামনে আসার পরে তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। একদিকে যেমন 'গ্যাংস অফ ওয়াসেপুর-র কথা মনে পড়তে বাধ্য দর্শকের, অন্যদিকে 'কেজিএফ' ও 'পুষ্পা'-র সঙ্গেও তুলনা টানছেন অনেকে। অনেকের মন্তব্য, কয়েকটি দক্ষিণী ছবির সঙ্গে মিল রয়েছে এই ছবির টিজারে।  

Advertisement

 

 

'খাদান'-র পরিচালকের আসনে বসছেন সুজিত দত্ত। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে। বড়দিনে মুক্তি পাবে 'খাদান'। টিজার শেয়ার করে দেব তাঁর সোশ্যাল পেজে লিখেছেন, "বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে... শুরু হল বন্ধুত্বের এক মহাকাব্যিক যাত্রা...।" বলাই বাহুল্য দর্শকেরা এবার অপেক্ষায় থাকবেন হবির ট্রেলার ও গান প্রকাশ্যে আসার।  

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement