Advertisement

Prosenjit Chatterjee- KIFF 2024: কলকাতা চলচ্চিত্র উৎসবের বড় দায়িত্বে প্রসেনজিৎ! কোন পদ পাচ্ছেন 'টলিউডের জ্যেষ্ঠপুত্র'?

KIFF 2024: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন। সামনে এসে গেছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বড় খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jul 2024,
  • अपडेटेड 11:10 AM IST

বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival / KIFF) দিকে। সামনে এসে গেছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ (30th Kolkata International Film Festival Date)। এমনকী ছবি জমা নেওয়াও শুরু হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩০তম কিফ জাঁকজমকে আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। এরই মাঝে চল শোনা যাচ্ছে বড় খবর।

এবছর কলকাতার এই আন্তর্জাতিক সিনেমার পার্বণের চেয়ারপার্সন পদে থাকছেন না রাজ চক্রবর্তী। খবর অনুজায়ী, ৩০ তম চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষকে। এই খবর এখন প্রায় সকলের জানা। এবার সামনে এল আরও একটি বড় আপাডেট। শোনা যাচ্ছে, এবছর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে কো-চেয়ারম্যান হিসেবে। কলকাতার এই চলচ্চিত্র উৎসব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের খুব কাছের। একটা সময় তিনি নিজেই কিফের চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন। মাঝে কিছুটা মান-অভিমানের পর্ব চলেছিল। তবে গত বছর অনেকটা সময় নন্দনে দেখা গিয়েছেন তাঁকে। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন প্রসেনজিৎ। যদিও 'টলিউডের জ্যেষ্ঠপুত্র'বা টিমের সদস্যরা বিষয়টি এখনও নিশ্চিত করেননি। এখন অপেক্ষা, এখবরে সিলমোহর পড়ার।    

দীর্ঘ প্রায় চার বছর এই গুরু দায়িত্ব সামলেছেন রাজ। ২৮ তম কিফ থেকেই এই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছিলেন পরিচালক- প্রযোজক তথা বিধায়ক। তবে মুখ্যমন্ত্রীর কথা মেনে, আরও দু'বছর চলচ্চিত্র উৎসবের আয়োজনে কোনও ত্রুটি রাখেননি। তবে এবার শেষমেশ তাঁর আবেদন মঞ্জুর করেছেন 'দিদি'। এবার প্রশ্ন উঠছে, তাহলে রাজের কুর্সি কে সামলাবেন? আগে যখন রাজ পদ ছাড়তে চেয়েছিলেন, তখন উঠে এসেছিল অরিন্দম শীল সহ আরও বেশ কয়েকজন শাসক দলের ঘনিষ্ঠদের নাম। 

Advertisement

৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ৪ থেকে ১১ ডিসেম্বর অবধি। সমস্ত বিভাগের জন্য ছবি জমা নেওয়া শুরু হয়েছে। যে কোনও বিভাগে ছবি জমা দেওয়ার মেয়াদ শেষ হবে ৩১ অগাস্ট। প্রতিবারের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। এছাড়াও আয়োজন হবে জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের।  

প্রসঙ্গত, ২৯ তম কিফ চলেছিল ৫ থেকে ১২ ডিসেম্বর অবধি।  উদ্বোধনী অনুষ্ঠানে টলিউডের পাশাপাশি হাজির ছিলেন বলিউড তারকারাও। অতিথি আসনে বসেছিলেন সলমন খান, সোনাক্ষী সিন্‌হা, মহেশ ভাট, অনিল কপুর, শত্রুঘ্ন সিন্‌হা, সৌরভ গঙ্গোপাধ্যায়রা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরির। উদ্বোধন ও শেষ লগ্নে ঢেলে সাজানো ছিল অনুষ্ঠান। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement