Advertisement

Kolkatay Chalontika: পোস্তা উড়ালপুল ভেঙে পড়া নিয়ে পাভেলের নতুন ছবি! প্রকাশ্যে 'কলকাতা চলন্তিকা'-র পোস্টার

Kolkatay Chalontika: ২০১৬ সালে কলকাতার বুকে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার (Posta Flyover Collapse) ঘটনাকে কেন্দ্র করে ছবি তৈরি করছেন পাভেল। প্রকাশ্যে এল নতুন সেই ছবি 'কলকাতা চলন্তিকা' (Kolkatay Chalontika) -র প্রথম পোস্টার লুক। 

প্রকাশ্যে পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' -র পোস্টার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2021,
  • अपडेटेड 5:57 PM IST
  • প্রকাশ্যে এল নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'-র প্রথম পোস্টার।
  • এই ছবিটি পরিচালনা করছেন পাভেল।
  • ছবির কাস্টিংয়ে রয়েছে চমক।

Kolkatay Chalontika: দশমীতে ভারাক্রান্ত মনে দেবী দুর্গার বিসর্জন দিয়েছে বাঙালিরা। তবে চলচ্চিত্র পরিচালক পাভেল (Pavel) দিচ্ছেন অন্য বার্তা। তিনি বলছেন,"সব কিছু বিসর্জন না দেওয়াই ভাল..." আসলে এটি তাঁর পরবর্তী ছবির ট্যাগলাইন। প্রকাশ্যে এল নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' (Kolkatay Chalontika) -র প্রথম পোস্টার লুক। 

পোস্টারের প্রথম লুকে ধরা পড়ছে কলকাতা (Kolkata) শহরের টুকরো টুকরো অংশ নিয়ে, উড়ালপুল ভেঙে (Flyover Collapse) পড়ার এক চিত্র। ছবির কাস্টিংয়ে রয়েছে চমক। 'কলকাতা চলন্তিকা' ছবিতে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখার্জী, কিরণ দত্ত প্রমুখরা। একাধিক মানুষের গল্পকে একই সুতোয় বাঁধা হবে ছবিতে, যার সূত্রধর হিসাবে থাকবেন 'দ্য বং গাই' কিরণ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য।

 

 

আসলে ২০১৬ সালে কলকাতার বুকে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার (Posta Flyover Collapse) ঘটনাকে কেন্দ্র করেই এই ছবি তৈরি করছেন পাভেল। পরিচালক জানালেন, "এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে  ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।" 

শতদ্র চক্রবর্তীর প্রযোজনায় ও 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে আসছে এই ছবি। এর আগে পাভেল পরিচালিত প্রতিটি ছবিই দর্শকদের মন জয় করেছে। হাতে রয়েছে 'মন খারাপ', 'ডাক্তার কাকু'-র মতো ছবিগুলি। ইতিমধ্যে শুরু হয়েছে এই ছবির কাজও। বলাই বাহুল্য সকলের প্রত্যাশা থাকবে এই ছবিটি ঘিরেও। সব ঠিক থাকলে আগামী বাংলা নববর্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কলকাতা চলন্তিকা'। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement