গত কয়েক বছর ধরে 'ব্যোমকেশ', 'ফেলুদা'-র পাশাপাশি অন্যান্য গোয়েন্দা চরিত্রদেরও আপন করে নিচ্ছে বাঙালি। এবার সামনে আসছে আরও এক গোয়েন্দা (New Detective) - 'লেডি চ্যাটার্জী' (Lady Chatterjee )। 'মিতিন মাসি'-র সাফল্যের পর, ক্যামেলিয়া প্রোডাকশন নিয়ে আসছে আরেকটি মহিলা গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি ছবি (New Female Detective Franchise)। সম্প্রতি হয়ে গেল ছবির শুভ মহরৎ, হাজির ছিলেন কলাকুশলীরা।
সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত 'লেডি চ্যাটার্জি' ছবিতে গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন অরুণিমা ঘোষ (Arunima Ghosh)। এছাড়াও রয়েছেন দেবাশীষ মণ্ডল (Debasish Mondal), অলিভিয়া সরকার (Alivia Sarkar), সৌমেন বসু, তথাগত বন্দ্যোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক নিজেই।
যাজ্ঞসেনী চট্টোপাধ্যায় ওরফে লেডি চ্যাটার্জি মাদকাসক্ত। এক অন্ধকারাচ্ছন্ন অতীত রয়েছে তার। কলকাতা পুলিশের প্রাইভেট ডিটেক্টিভ হিসাবে সে কাজ করে, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। কলকাতার এক অত্যন্ত পুরনো এবং বড় শিল্পপতি মল্লিক পরিবারের হত্যা- রহস্য নিয়েই এই ছবির গল্পটি আবর্তিত। সল্ট ইন্ডাস্ট্রির মালিক পদ্মরাণী মল্লিক তার নিজের ছেলে ইন্দ্রনাথ মল্লিকের হাতে খুন হন। ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে মাকে হত্যা করে বলে তার বিরুদ্ধে অভিযোগ। যাজ্ঞসেনী এই ঘটনার তদন্ত শুরু করার পর একে একে সত্যি উন্মোচিত হতে থাকে। 'লেডি চ্যাটার্জি' কি পারবে আসল রহস্যের উন্মোচন করতে?
ছবিতে দেবাশীষ মণ্ডলকে দেখা যাবে কলকাতা পুলিশের (লালবাজার) আধিকারিক- অভিজিতের ভূমিকায়। অলিভিয়া অভিনয় করবেন লেডি চ্যাটার্জির বোন সৌরসেনীর চরিত্রে। দিদিকে রহস্যভেদে সহায়তা করে সৌরসেনী। ভয়ংকর অতীতের কারণে কোনও কিছুই যাজ্ঞসেনী চট্টোপাধ্যায়ের জীবনে দাগ কাটতে পারে না। সারাক্ষণ নেশা করলেও, সিনিয়রদের সম্মান করে সে। শুধুমাত্র ছোট বোন সৌরসেনিকে সে ভালোবাসে মনে- প্রাণে। নতুন এই গোয়েন্দা চরিত্রকে দর্শকেরা কতটা আপন করে নেয়, সেটাই এখন দেখার। ২২ জুলাই থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।