প্রাপ্য টাকা না মেটানোয় ছবি নিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা। লকডাউনের পর ‘এসওএস কলকাতা’ ছবিটির হাত ধরেই সিনেমার শুটিং ফের শুরু হয় টালিগঞ্জে। পুজোর সময়েই মুক্তি পেয়েছিল এই ছবিটি। কিন্তু এখন অভিযোগ উঠছে ছবি তৈরির টাকা এখনও মেটানো হয়নি ভেন্ডরদের। ফলে ছবির প্রযোজক এনা সাহা ছবির স্যাটেলাইট রাইটস বিক্রি করতে পারছেন না।
জানা গিয়েছে, ছবির পোস্ট প্রোডাকশনের সময়ে অ্যাসোসিয়েট ও লাইন প্রোডিউসর তথা ছবির পরিচালক অংশুমান প্রত্যুষের প্রযোজনা সংস্থা টাকা বাকি রেখেই পোস্ট প্রোডাকশনের কাজ সারে। কিন্তু সেখানে কাজের ২০ শতাংশ প্রাপ্য বাকি এমনই অভিযোগ উঠছে। ছবির পোস্ট প্রোডাকশনের সময়ে এনা অবশ্য দুবাইতে ছিলেন। প্রায় মাস দুয়েক দুবাইয়ে কাটিয়ে সদ্য কলকাতা ফিরেছেন এনা।
প্রযোজক হিসেবে তাঁর দাবি, প্রত্যুষ প্রোডাকশন থেকে সরাসরি কেউ টাকা বাকির কথা জানায়নি তাঁকে। এদিকে, উল্টো অভিযোগ ছবিটি বানাতে গিয়ে প্রত্যুষ প্রোডাকশন প্রয়োজনের অতিরিক্ত খরচ করেছে। তবে পাওনা টাকা নিয়ে অংশুমান প্রত্যুষ একটি সংবাদপত্রে জানান যে পুরো বিষয়টা দুটো প্রযোজনা সংস্থার ব্যক্তিগত বিষয়। তবে প্রাপ্য টাকা পেয়েছি কি না তা নিয়ে আলোচনা করতে চান না। এ বিষয়ে আজতক বাংলার তরফে যোগাযোগ করা হলে বিষয়টি স্পষ্টতই এড়িয়ে যান তিনি।
অন্যদিকে খবর বাজেট সংক্রান্ত সমস্যায় পাভেলের সঙ্গে নতুন ছবির কাজ পাকা হলেও পিছিয়ে আসেন এনা। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এনা সাহার প্রযোজনা সংস্থার বিনিয়োগকারীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ায় এই জট। সবে মাত্র প্রযোজনা সংস্থা খুলেছেন এই অভিনেত্রী তার মধ্যেই বিতর্কের মুখে পড়তে হল। প্রসঙ্গত, লকডাউনের পর প্রথম ছবির শুটিং শুরু হয়েছিল নুসরত, মিমি ও যশের হাত ধরেই। এসওএস কলকাতা মুক্তি পেয়েছিল পুজোয়।