Advertisement

জল্পনার মাঝেই নুসরতের বোনের সঙ্গে ছবি শেয়ার নিখিলের! বরফ কী তাহলে গলছে?

বিগত কয়েকদিন ধরেই সংবাদের শীর্ষে রয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। নুসরত ও তাঁর স্বামী নিখিলের (Nikhil Jain) বিবাহ বিচ্ছেদ ও তারই সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলছে জোড় জল্পনা। একে অপরকে আনফলোও করেছেন তাঁরা। এবারে নিখিলের করা একটি পোস্ট দ্বন্দ্বে ফেলল নেটাগরিকদের।

নুসরত জাহান ও নিখিল জৈন (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)নুসরত জাহান ও নিখিল জৈন (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2021,
  • अपडेटेड 1:58 PM IST
  • সংবাদের শীর্ষে রয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।
  • নুসরত-নিখিলের বিবাহ বিচ্ছেদ নিয়ে চলছে জোড় জল্পনা।
  • নিখিলের করা একটি পোস্ট দ্বন্দ্বে ফেলল নেটাগরিকদের।

বিগত কয়েকদিন ধরেই সংবাদের শীর্ষে রয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। নুসরত ও তাঁর স্বামী নিখিলের (Nikhil Jain) বিবাহ বিচ্ছেদ ও তারই সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলছে জোড় জল্পনা। একে অপরকে আনফলোও করেছেন তাঁরা। এবারে নিখিলের করা একটি পোস্ট দ্বন্দ্বে ফেলল নেটাগরিকদের। 

বেশ কয়েকদিন ধরেই টলিউডে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছিল নুসরতের সঙ্গে তাঁর স্বামীর নিখিলের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেই জল্পনা আরও বাড়িয়ে দুজনই একে অপরকে ইনস্টাগ্রামের আনফলো করে ছিলেন। যদিও শেষ কয়েকদিন ধরে নুসরত বা নিখিলের ইনস্টা প্রোফাইলে দেখা যায়নি একসঙ্গে কিংবা দুজনের দুজনকে নিয়ে কোনও পোস্ট। নিখিল ও নুসরতের মধ্যকার দূরত্ব বাড়ছে কিনা এনিয়ে প্রশ্ন উঠেই ছিল কিছুদিন আগে।

এবার নিখিলের করা এক পোস্টে চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। আসলে নুসরত জাহানের বোন নুজহত জাহানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন নিখিল। শ্যালিকার সঙ্গে ছবিটি নিজের ইন্সটা প্রোফাইলে শেয়ার করে তিনি লিখেছেন, "খুব ভালো করে কাজ করো নুজহত। শুভকামনা..."

আরও পড়ুন


জামাইবাবুর পোস্টে নুজহত লিখেছেন, " সব কিছুর জন্যে ধন্যবাদ।" তাঁর করা এই পোস্টে কেউ লিখেছেন 'খুব সুন্দর', তো কেউ আবার লিখেছেন, ' আমরা নুসরত ও তোমার জুটি ফেরত চাইছি।" অনেকে আবার প্রশ্ন তুলেছেন, "ইনি কে?"

পেশায় একজন ইউআই ডিজাইনার নুজহত। আর নিখিলের পোস্ট দেখে মনে হচ্ছে, সে কর্মক্ষেত্রে কোনও সফলতা অর্জন করেছে। অন্যদিকে দিদি নুসরতও তাঁর বোনকে খুব মিস করছেন। ভিডিয়ো কল করাকালীন একটি ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করে তিনি লিখেছেন, 'মিস ইউ।'

দুই বোনের সম্পর্ক এমনিতে খুবই গভীর। নুসরতের বিয়ের সময়ও শেয়ার করেছিলেন অনেক ছবি। 

Advertisement


তবে যেখানে নুসরত-নিখিলের সম্পর্ক নিয়ে জোড় জল্পনা চলছে, সেই সময়ে এই ছবি কী অন্য ইঙ্গিত নিখিলের? অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি বরফ গলছে? নাকি স্ত্রীয়ের সঙ্গে সমস্যা হলেও পরিবারের বাকিদের সঙ্গে ভালো সম্পর্ক আছে নিখিলের? তা বলবে সময়ই...  

Read more!
Advertisement
Advertisement