Advertisement

Porimoni in Tollywood: টলিউড ছবির নায়িকা পরীমনি? ছেলেকে নিয়ে নায়িকার কলকাতায় আসার জল্পনা

Porimoni Latest News: বাংলাদেশের অভিনেত্রী হলেও, এপার বাংলাতেও তিনি দারুণ জনপ্রিয়। ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক থাকলেও, দুই বাংলায় তাঁর অনুগামীদের সংখ্যা বিপুল।

অভিনেত্রী পরীমনি (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2023,
  • अपडेटेड 4:57 PM IST

আলোচনায় থাকেন ঢালিউড নায়িকা পরীমনি (Porimoni)। কর্ম থেকে, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তিনি। অনেকে তাঁকে বলেন ছকভাঙা নায়িকা। বাংলাদেশের অভিনেত্রী (Bangladeshi Actress) হলেও, এপার বাংলাতেও তিনি দারুণ জনপ্রিয়। ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক থাকলেও, দুই বাংলায় তাঁর অনুগামীদের সংখ্যা বিপুল। এবার দারুণ খবর পরীর কলকাতার ভক্তদের জন্য। টলিউড ছবির নায়িকা হচ্ছেন তিনি।

সংবাদমাধ্যমকে পরীমনি জানান কলকাতায় কাজের কথা। ঢালিউড নায়িকা বলেন, "কলকাতার ছবিতে কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্য। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।" আগামী ১০ অগাস্ট রাজ- পরীর ছেলে রাজ্য এক বছরে পা দেবে। প্রায় প্রতি মাসের আদরের ছেলের জন্মদিন পালন করেন অভিনেত্রী। নিঃসন্দেহে এক বছরের জন্মদিন বাড়তি স্পেশাল হবে। ইতিমধ্যেই অনেক কিছু পরিকল্পনা তিনি। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসবেন তিনি। 

কিছুদিন আগেই কলকাতা এসেছিলেন তাঁর শরিফুল রাজ। শহরে এসে তাঁর ফোন হারিয়ে যায়। তবে এত তিক্ততা, ঝামেলা সত্ত্বেও ফোন হারানোর পর সবার প্রথমে স্ত্রী পরীর সঙ্গেই যোগাযোগ করেছিলেন তিনি। এবছর ছেলেকে নিয়ে আরও একবার কলকাতায় এসেছিলেন নায়িকা। ইদের সকালেই তিনি বাংলাদেশ পাড়ি দেন কলকাতা থেকে। কারণ সেখানে ছিলেন তাঁর স্বামী  শরীফুল রাজ। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেন নানা ভিডিও, ছবি। মাঝে মধ্যেই অশান্তি- অভিমান হয় রাজ- পরীর মধ্যে। যার সাক্ষী থাকে নেট দুনিয়াও। মাঝে সমস্যা কিছুটা মিটে দাম্পত্য মধুর চললেও, ফের সম্পর্কে ফাটল ধরে তাঁদের।

প্রসঙ্গত, বড় পর্দা থেকে ওটিটি-তে বর্তমানে দাপিয়ে কাজ করছেন একাধিক বাংলাদেশি তারকা। জয়া আহসান, নুসরত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিন্‌হা সাহা মিম, চঞ্চল চৌধুরি, মোশারফ করিমের মতো শিল্পীরা টলিউডের কাজ করছেন পরপর। 'হাওয়া'-র সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে আরও এক বাংলাদেশী ছবি, আফরান নিশো অভিনীত 'সুড়ঙ্গ'। এই শহরে পরীমনির অনেক ফ্যান রয়েছে। ওপার বাংলার মতো কি এপারেও জনপ্রিয়তার শিখর ছুঁতে পারবেন পরীমণিকে? তা সময়ই বলবে...
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement