Advertisement

valentine's day bengali movie: বাঙালির স্মৃতিতে থাকবে চিরকাল, বাংলা সিনেমার এই ৫ রোম্যান্টিক দৃশ্যের কথা মনে আছে ?

আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর এইদিন প্রিয় মানুষের হাতে হাত ধরে একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিতে হয়। পাশে থাকার প্রতিশ্রুতি দিতে হয়। টলিউডে এরকম অনেক বাংলা ছবি রয়েছে যার দৃশ্যগুলি মন ছুঁয়ে যাবে। আজও সেই সব সিনেমার দৃশ্য দেখলে আপনি রোমাঞ্চিত হয়ে উঠবেন।

দেখে নিন রোম্যান্টিক বাংলা সিনেমার দৃশ্যগুলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2023,
  • अपडेटेड 8:59 PM IST
  • আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে।
  • আর এইদিন প্রিয় মানুষের হাতে হাত ধরে একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিতে হয়।
  • টলিউডে এরকম অনেক বাংলা ছবি রয়েছে যার দৃশ্যগুলি মন ছুঁয়ে যাবে

আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর এইদিন প্রিয় মানুষের হাতে হাত ধরে একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিতে হয়। পাশে থাকার প্রতিশ্রুতি দিতে হয়। টলিউডে এরকম অনেক বাংলা ছবি রয়েছে যার দৃশ্যগুলি মন ছুঁয়ে যাবে। আজও সেই সব সিনেমার দৃশ্য দেখলে আপনি রোমাঞ্চিত হয়ে উঠবেন। আসুন দেখে নিই সেরকমই বাংলা সিনেমার দৃশ্য।   

 

আই লাভ ইউ
কেরিয়ারের প্রথমদিকে দেব-পায়েল অভিনীত এই 'আই লাভ ইউ' সিনেমা রোম্যান্টিক ছবিগুলির মধ্যে অন্যতম। এই ছবির একাধিক দৃশ্য যেমন রোম্যান্টিক তেমনি কিছু দৃশ্য সত্যিই চোখে জল এনে দেবে। এই সিনেমার মাঝের একটি দৃশ্য রয়েছে যেখানে রাহুল (দেব) তাঁর বাড়ি ছেড়ে পূজার (পায়েল) গ্রামে চলে আসে। রাহুলকে দেখে পূজার মনে আনন্দের পাশাপাশি ভয়ও চলতে থাকে। কারণ পূজার বাবা সেই সময় রাহুল ও তাঁর প্রেমের বিরুদ্ধে ছিলেন। কিন্তু পূজাকে পাওয়ার জন্য রাহুলের পরিশ্রম অবশেষে তাঁর প্রেমিকার বাবার মন গলিয়ে দেয়। 

আরও পড়ুন: নীল-তৃণার ডিভোর্স হচ্ছেই? ভ্যালেন্টাইন্স ডে-তেই জবাব দিলেন

 

 

চিরদিনই তুমি যে আমার
রাজ চক্রবর্তী পরিচালিত রাহুল-প্রিয়াঙ্কা অভিনীত 'চিরদিনই তুমি যে আমার' সিনেমাটি রোম্যান্টিক সিনেমাগুলির মধ্যে অন্যতম। তবে এর শেষদৃশ্য দর্শকদের কাঁদতে বাধ্য করে। শেষ দৃশ্যে দেখা গিয়েছে যে প্রিয়াঙ্কা ওরফে পল্লবী তাঁর স্বামীর ও সন্তানের সঙ্গে সুখে রয়েছেন। তাঁর সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় রাস্তায় এক পাগলের দেখা পান তিনি। এরপর পল্লবী সেই পাগলের বুকে নিজের নামের উল্কি দেখে চিনতে পারেন যে এটা সেই কৃষ্ণ, যাঁর সঙ্গে তিনি প্রেম করতেন কিশোর বয়সে। কিন্তু সেই সময় পল্লবীর বাড়ির লোক তাঁদের আলাদা করে দেন এবং কৃষ্ণকে মারধর করে এলাকা ছাড়া করেন। কিন্তু কৃষ্ণর যে এই অবস্থা তা জানতেন না পল্লবী। কৃষ্ণকে ওই অবস্থায় দেখে পল্লবী জ্ঞান হারিয়ে পরে যান এবং হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে জ্ঞান আসার পর তিনি ছুটে চলে যান কৃষ্ণের খোঁজে। কৃষ্ণের নাম ধরে ফাঁকা রাস্তায় চিৎকার করতে থাকেন। এরপর কৃষ্ণকে দেখতে পেলেও কৃষ্ণ পল্লবীকে চিনতে পারেন না। এরপর দেখা যায়, পুরনো প্রেমের পিছনেই পল্লবী চলে যান এবং সিনেমা এখানেই শেষ হয়।  

Advertisement

আরও পড়ুন: এই টলি জুটিদের প্রেম বরাবর চর্চায়, ঝড় সামলেও রয়েছেন একসঙ্গে

 

বিবাহ অভিযান
বিরসা দাশগুপ্ত পরিচালিত 'বিবাহ অভিযান' সিনেমাটি যেমন মজাদার তেমনি রোম্যান্টিকও বটে। এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের গাঁদা ফুল দিয়ে প্রপোজ প্রিয়াঙ্কা সরকারকে দর্শকদের হাসতে বাধ্য করবে। এই দৃশ্যে দেখা যাবে গণশা ওরফে অনিবার্ণ প্রিয়াঙ্কা ওরফে মালতীকে প্রেমের প্রস্তাব দিতে আসে গাঁদা ফুল নিয়ে। বীরপুর গ্রামের ডানপিটে মেয়ে বলেই পরিচিত মালতী, তাই গণশার উটপটাং কবিতা ও গাঁদা ফুল দিয়ে প্রেম নিবেদন দেখে মালতী গণশাকে বলেন যে তিনি বীরপুরের মালতীর বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য নয়। কিছুটা মজাদার ও রোম্যান্টিক এই দৃশ্য দেখে কিন্তু আপনিও হাসতে বাধ্য হবেন।

আরও পড়ুন: কলেজ লাইফের প্রেম-ঘনিষ্ঠতা; যে ১০ বাংলা সিনেমা ভালোবাসতে শেখায়

 

এক্স=প্রেম
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা 'এক্স=প্রেম' সিনেমা একেবারে খাঁটি রোম্যান্টিক একটি সিনেমা। খিলাত, জয়ী ও অর্ণবের এই ত্রিকোণোমিতি ভালোবাসা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। এই সিনেমায় কলেজ প্রেমের রোম্যান্স উঠে এসেছে। এই সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছে, অর্ণব তাঁর প্রথম না বলা ভালোবাসার কথা ভাবছে। কলেজ লাইফে জয়ীকে সে খুবই পছন্দ করত কিন্তু মুখ ফুটে মনের কথা বলার সাহস তাঁর হয়নি। জয়ী ও তাঁর কলেজ জীবনের প্রেমের কথা যখন তিনি মনে করছিলেন তখন নেপথ্যে শোনা যাচ্ছে প্রেমের কবিতা। এই দৃশ্যটি অবশ্যই দর্শকদের তাঁর কলেজ জীবনের প্রেমের কথা মনে করিয়ে দেবে। 

চ্যালেঞ্জ
সৌমিক হালদার পরিচালিত দেব-শুভশ্রীর রোম্যান্টিক সিনেমা 'চ্যালেঞ্জ'-এ অনেক রোম্যান্টিক দৃশ্য রয়েছে। তবে তার মধ্যে সবচেয়ে মিষ্টি দৃশ্য হল দেব তথা আবীরের দিকে ক্লাসরুমেই একদৃষ্টে চেয়ে থাকা শুভশ্রী তথা পূজার। আসলে পূজা বন্ধুত্ব করতে চায় আবীরের সঙ্গে তাই তার দিকে চেয়ে থাকে অপরদিকে আবীর প্রথমে পাত্তা না দিলেও সে যে পূজাকে পছন্দ করে তা পরে জানিয়ে দেয় তাকে। কলেজের দুষ্টু-মিষ্টি প্রেম ও দেব-শুভশ্রীর রসায়নের কারণে দর্শকদের কাছে আজও প্রিয় 'চ্যালেঞ্জ' সিনেমাটি।    

 
     

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement