Advertisement

Sayantika Banerjee: নিন্দুকদের যোগ্য জবাব! ফের বড় বাংলা ছবিতে সায়ন্তিকা?

Sayantika Banerjee: নেটিজেনদের কাছে রীতিমতো ট্রোলড হন তিনি। নিন্দুকদের অনেকেই প্রশ্ন  তোলেন, 'কটা ছবিতে অভিনয় করেন সায়ন্তিকা'? এবার তাদের এক প্রকার জবাব দিতে চলেছেন অভিনেত্রী।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Aug 2023,
  • अपडेटेड 7:40 AM IST

আলোচনায় থাকেন অভিনেত্রী তথা তৃণমূলের তারকা মুখ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ জুলাই মহানায়ক সম্মান পেয়েছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তুলে দিয়েছেন বিশেষ পুরস্কার। সেই ট্রফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ধেয়ে এল কটাক্ষ। নেটিজেনদের কাছে রীতিমতো ট্রোলড হন তিনি। নিন্দুকদের অনেকেই প্রশ্ন  তোলেন, 'কটা ছবিতে অভিনয় করেন সায়ন্তিকা'? এবার তাদের এক প্রকার জবাব দিতে চলেছেন অভিনেত্রী। 

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন বাংলাদেশী ছবিতে দেখা যাবে তাঁকে। এটি ভারত- বাংলাদেশ যৌথ প্রযোজনার নয়। তবে ওপার বাংলার এক বড় প্রযোজনা সংস্থার একটি মূল ধারার বাণিজ্যিক ছবিতে দেখা যাবে সায়ন্তিকাকে। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এই ছবিতে নায়িকার জুটি বাঁধার কথা বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জায়েদ খানের সঙ্গে। ছবি পরিচালনা করবেন তাজু কামরুল। 

যদিও সাংবাদমাধ্যমকে নায়িকা জানান, এই ছবিতে কাজ করার তাঁর কথা চলছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এর আগে ভারত- বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'নকাব' ছবিতে অভিনয় করেছিলেন সায়ন্তিকা। তাঁর বিপরীতে ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। 

২০০৯ সালে স্বপন সাহার ছবি 'ঘর সংসার'-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপর 'টার্গেট- দ্য ফাইনাল মিশন', 'পাপী', 'হ্যাংওভার', 'বিন্দাস', 'হিরোগিরি', 'কেলোর কীর্তি', 'অভিমান' 'ব্যোমকেশ পর্ব', 'আমি যে কে তোমার', 'উমা', 'শেষ থেকে শুরু', 'সেভিংস অ্যাকাউন্ট'-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 

প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে তারকা-মুখদের মধ্যে বেশ সক্রিয় সায়ন্তিকা। তৃণমূলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তিনি। সম্প্রতি রাজ্য পর্যটন দফতরের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে এবার দায়িত্ব সামলাচ্ছেন নায়িকা।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই রয়েছেন সায়ন্তিকা। তৃণমূলের কিংবা রাজ্য সরকারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। বিভিন্ন মঞ্চে ছবির ডায়লগ ব্যবহার করে, বিজেপিকে নিশানা করতে দেখা গেছে তাঁকে।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement