Advertisement

Sreemoyee Chattoraj- Kanchan Mullick: শহর ছেড়ে পাহাড়ে গেলেন শ্রীময়ী! সঙ্গে পুরুষসঙ্গী কি কাঞ্চন?

Sreemoyee Chattoraj- Kanchan Mullick: কাঞ্চনের স্ত্রী তথা অভিনেত্রী পিঙ্কির বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান, কাঞ্চনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে শ্রীময়ীর। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা কিছু ছবি, আবারও উস্কে দিল জল্পনা। 

শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 4:16 PM IST

গত প্রায় এক বছর ধরে শিরোনামে আছেন অভিনেতা- বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। টলিপাড়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, দু'জনের কেউই এবিষয় এখনও সিলমোহর দেননি। তবে পার্টি হোক কিংবা জন্মদিন, বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাঁদের। এমনকি সম্প্রতি ছোটপর্দার 'রাধারাণী'-র জন্মদিনে কন্ট্রাস্ট পোষাকে হাজির ছিলেন কাঞ্চন। অভিনেতার  স্ত্রী তথা অভিনেত্রী পিঙ্কির বন্দ্যোপাধ্যায় (Pinki Banerjee) অভিযোগ জানান, কাঞ্চনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে শ্রীময়ীর। সম্প্রতি শ্রীময়ীর শেয়ার করা কিছু ছবি, আবারও উস্কে দিল জল্পনা। 

কলকাতার বাইরে গিয়েছেন শ্রীময়ী। বিমানবন্দর, বিমানযাত্রা থেকে গন্তব্য স্থানের হোটেল বিভিন্ন মুহূর্তের ছবি সকলের সামনে তুলে ধরেছেন তিনি। আর সেখানেই হল বিপত্তি। শ্রীময়ীর শেয়ার করা একটি ছবিতে সানগ্লাস পরে রয়েছেন তিনি। যেখানে প্রতিবিম্বে দেখা যাচ্ছে এক পুরুষকে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, শ্রীময়ীর এই পুরুষসঙ্গী কে? অনেকেই মনে করছেন তাহলে কি কাঞ্চনই রয়েছেন তাঁর সঙ্গে? যদিও এই ছবি দেখে এখনও নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না আসলে সেই ব্যক্তি কে। 

 

আরও পড়ুন

 

তবে শ্রীময়ী চট্টরাজের ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, পাহাড়ে ঘুরতে গিয়েছেন তিনি থুরি তাঁরা। ভ্যাকেশনে চুটিয়ে মজা করছেন তিনি। আর সেই প্রমাণ মিলছে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই। টুকরো টুকরো মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। যদিও সেই সঙ্গীর সঙ্গে কোনও ছবি এখনও সামনে আসেনি। অন্যদিকে কাঞ্চন মল্লিকের সোশ্যাল মিডিয়ায় কোনও ইঙ্গিত বা আভাস মেলেনি এখনও কোনও ট্রিপের। যদিও সূত্র বলছে, সম্প্রতি তিনি হইচই-র একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। সেই সঙ্গে বিধানসভায় রাজ্যপাল নির্বাচন প্রক্রিয়াতেও যুক্ত হয়েছেন। এরপরই কি অবসরে ঘুরতে গেলেন জুটিতে? তা সময়ই বলবে...

Advertisement

 

প্রসঙ্গত, সম্প্রতি এক পার্টিতে মেতেছিলেন তারকা- রাজনীতিবীদদের অনেকেই। তারকা জুটি রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, অদিতি মুন্সী ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীকে দেখা গেল একসঙ্গে পার্টিতে। কলকাতার সল্টলেক -সেক্টর ফাইভের একটি বার এবং লাগোয়া রেস্তোরাঁ ফটো-সেশনেও মেতেছিলেন তাঁরা। শ্রীময়ী সেই পার্টির বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছিলেন সোশ্যাল পেজে।   


 

Read more!
Advertisement
Advertisement