Advertisement

'টুম্পা সোনা'-র সঙ্গে উদ্দাম নাচ স্বস্তিকার! চুমুতে ভরিয়ে দিলেন কাকে? Viral Video

এই মুহূর্তে টলি পাড়ায় রীতিমতো হিট 'টুম্পা সোনা' (Tumpa Sona)। ট্রেন্ডিং এই গানে (Trending Song) কোমর দুলিয়ে ভাইরাল একের পর এক তারকা। এবার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর (Swastika Mukherjee) টুম্পা গানের সঙ্গে জমানো নাচে মজলো নেটাগরিকরা।

স্বস্তিকা মুখার্জী (ছবি সৌজন্য: ফেসবুক)স্বস্তিকা মুখার্জী (ছবি সৌজন্য: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2021,
  • अपडेटेड 5:08 PM IST
  • এই মুহূর্তে টলি পাড়ায় রীতিমতো হিট 'টুম্পা সোনা'।
  • এবার এই গানের সঙ্গে তুমুল নাচলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।
  • মুহূর্তে ভাইরাল ভিডিয়ো।

এই মুহূর্তে টলি পাড়ায় রীতিমতো হিট 'টুম্পা সোনা' (Tumpa Sona)। ট্রেন্ডিং এই গানে (Trending Song) কোমর দুলিয়ে ভাইরাল একের পর এক তারকা। এবার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর (Swastika Mukherjee) টুম্পা গানের সঙ্গে জমানো নাচে মজলো নেটাগরিকরা।

এমনিতেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের জ্বরে নেটপাড়া রীতিমতো কাবু থাকে। বিভিন্ন সময়ে নিজের সাহসী ও উষ্ণ ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার মধ্যে এবারে নাচলেন 'টুম্পা সোনা' গানে‌। ভিডিয়ো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই লাইক, কমেন্টে ভরাচ্ছেন স্বস্তিকাপ্রেমীরা। 

 

আরও পড়ুন

আসলে স্বস্তিকার মেয়ে অন্বেষার ২১ বছরের জন্মদিন ছিল সম্প্রতি। আর সেই জন্মদিন উদযাপনের কেরালাতে পরিবার- পরিজনদের সঙ্গে পৌঁছেছেন অভিনেত্রী। রিসর্টেই চলল জন্মদিনের পার্টি। উপস্থিত ছিলেন তাঁর দিদি অজোপা মুখার্জী অন্বেশা, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল রায় ও আরও অন্যান্যরা। সাদা শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট কালো ব্লাউস পরেছিলেন স্বস্তিকা। নাকে রয়েছে মাছ প্যাটার্নের নাকছাবি। গলায় কড়ির ট্রেন্ডি গয়না।

শুধু এই ভিডিওটি নয়, আরও একটি গানের সঙ্গেও তুমুল নেচেছেন স্বস্তিকা। জনপ্রিয় 'টিপ টিপ বর্সা পানি' গানে স্বস্তিকার কোমরের ঠুমকায় হার মানতে পারে যে কোনও অষ্টাদশীও। 

কেরালা যাবেন আর বিচের ছবি শেয়ার করবেন না তা কখনো হয়? হ্যাট, ক্রসের গয়না পরে বিচের ধারে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। তার মধ্যে একটি ভিডিয়োতে চুমুতে ভরিয়ে দিয়েছেন ফ্যানেদের।

 

 
এর কিছুদিন আগে টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya), তৃণা সাহা (Trina Saha) ও শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)-র নাচ ভাইরাল হয়েছিলেন এই গানে।এছাড়াও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়েতে, প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও। যেখানে দিব্যি গানের তালে পা মেলাচ্ছেন নতুন বর। আর তাঁকে সঙ্গে দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন মল্লিক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছিলেন রুদ্র। তারপরেই তা ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেয়নি। 

Advertisement

প্রসঙ্গত, 'Rest in প্রেম' ওয়েব সিরিজের গান 'টুম্পা'। গানের গীতিকার ও গায়ক আরব দে। মিউজিক অভিষেক সাহার। পর্দায় এই গানে অভিনয় করেছেন সায়ন ঘোষ।

Read more!
Advertisement
Advertisement