Advertisement

Swastika - Srijit: 'শুধু প্রেমের ওপর আমার গোটা কেরিয়ার দাঁড়িয়ে...,' 'এক্স' সৃজিতের সঙ্গে প্রেমের কথা টেনে স্বস্তিকা লিখলেন...

Swastika Mukherjee: আলোচনা শীর্ষ থাকলেও 'বোল্ড অ্যান্ড হট' অভিনেত্রী স্বস্তিকা। মনের কথা অকপটেই বলে ফেলেন এই নায়িকা। সেই জন্যে প্রায়শই থাকেন জল্পনার শীর্ষে। এমনকি ইন্ডাস্ট্রিতে 'ঠোঁট কাটা' নামেও পরিচিত সে। 

স্বস্তিকা- সৃজিত (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Sep 2024,
  • अपडेटेड 11:37 AM IST

দুই দশকের বেশি সময় ধরে নিজের অসামান্য অভিনয় দক্ষতা এবং অন্য ধারার স্টাইল স্টেটমেন্টের জন্যে লাইমলাইটে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে বারবার দর্শকদের মন ছুঁয়েছেন অভিনেত্রী । ছোট পর্দা, বড়পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম- টলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে কাজ করছেন স্বস্তিকা। মনের কথা অকপটেই বলে ফেলেন এই নায়িকা। সেই জন্যে প্রায়শই থাকেন জল্পনার শীর্ষে। এমনকি ইন্ডাস্ট্রিতে 'ঠোঁট কাটা' নামেও পরিচিত সে। 

আলোচনা শীর্ষ থাকলেও 'বোল্ড অ্যান্ড হট' অভিনেত্রী স্বস্তিকা, তাঁর ব্যক্তিত্বের জন্যে সবসময় ইন ও এভারগ্রীন। সেই সঙ্গে তাঁর স্টাইল স্টেটমেন্টও নজরকাড়া। নিত্য নতুন ফ্যাশন গোলস সেট করেন স্বস্তিকা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে একেবারে সক্রিয়ভাবে দেখা গেছে নায়িকাকে। মিছিল, স্লোগান, গান, রাত জাগা, এমনকী সোশ্যাল পেজেও বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছেন তিনি এবিষয়ে। তবে বৃহস্পতিবার হঠাৎ 'একা হয়ে গেলাম...' লিখে পোস্ট করেন টলি নায়িকা।

আসলে ট্রোলারদের উদ্দেশ্যেই ব্যাঙ্গাত্মক পোস্ট করেছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, "আজ আর কোনও তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে ? গত এক মাসে এত কিছু জানলাম, নতুন ভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন। খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে… মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।" 

এরপর আরও একটি পোস্ট করেন অভিনেত্রী, নিন্দুকদের একহাত নিয়েই। এই পোস্টটি তিনি করেছেন পুরনো প্রেমকে টেনেই। নায়িকা লেখেন, "ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি।  আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কেরিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক... থ্যাঙ্ক ইউ সৃজিত, 'টেক্কা'-র জন্য। এক্স = প্রেম ধরে নিয়ে কষব...।" 

Advertisement

 

 

আসলে স্বস্তিকা ও সৃজিতের এক সময় যে প্রেম ছিল, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে বহু চর্চা রয়েছে। যদিও সেই সময় সম্পর্ক বা ব্রেকআপ নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা। শোনা যায় সৃজিত এই সম্পর্ক নিয়ে নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ ছিলেন। 'জাতিস্মর'-র পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলে খবর। মাঝে বহু বছর সেভাবে প্রকাশ্যে তাঁদের বন্ধুত্ব দেখা না গেলেও, গত প্রায় দু- তিন বছর ধরে ফের তা সামনে এসেছেন। পরিচালকের ছবি 'এক্স= প্রেম' মুক্তির আগে তাঁকে সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানিয়েছিলেন নায়িকা। এরপর বহু সময় তাঁদের একসঙ্গে লেন্সবন্দি হতেও দেখা যায়। এমনকী কিছু মাস আগেই এক টলি পার্টিতে সঙ্গে স্বস্তিকা- সৃজিতের নাচ তুমুল ভাইরাল হয়। দুই প্রাক্তন যে ভাল বন্ধুও থাকতে পারে, তা আবারও প্রমাণ করছেন দুই তারকা।   

সৃজিতের  'শাহজাহান রিজেন্সি'-তে কাজ করেছেন স্বস্তিকা। এরপর মাঝে দীর্ঘ বিরতির পর, পরিচালকের নতুন ছবি 'টেক্কা'-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থার ব্যানারে আসবে ছবিটি। স্বস্তিকা ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র। এই ছবিটি তৈরি হলে আরও একবার প্রমাণ হবে, ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, কাজের ক্ষেত্রে সবাই পেশাদার। 

প্রসঙ্গত, নিন্দুকরা শত কটূকথা বললেও, 'কেয়ার নট অ্যাটিটিউটই' রাখতে পছন্দ করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই আচরণের জন্যেই তিনি বহু মানুষের মনের খুব কাছের। এখন কিছুটা বেছেই কাজ করেন নায়িকা। টলিউডের পাশাপাশি জমিয়ে কাজ করছেন বি- টাউনেও। এজন্যে মুম্বইতে তাঁর যাতায়াত লেগেই থাকে। মায়ানগরীতেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement