তাঁর ইচ্ছে ছিল জীবনের শেষ দিন পর্যন্ত শুটিং ফ্লোরে লাইট-ক্যামেরা-অ্যাকশনে থাকবেন। থাকলেনও। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) জানতেও পারেননি শুটিং চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শেষ ফোকাসটা ধরে রেখেই রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন টলিউডের সকলের প্রিয় 'মিঠু দা'।
ঘনিষ্ট মহলে মহলে বারবার এই ইচ্ছের কথা জানাতেন অভিষেক। কাজ পাগল, অভিনয় পাগল মানুষটা দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলার বিনোদন জগতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অসংখ্য হিট সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। সমকালীন সমস্ত প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন। তরুণ মজুমদারের হাত ধরে টলিউডে পা রাখেন। একদিকে যেমন বাণিজ্যিক ছবিতে সাবলীল অভিনয় করেছেন। অন্য দিকে, ভিন্ন ধারার ছবিতেও অবদান রেখেছেন। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের দুটি ছবি দহন এবং বাড়িওয়ালিতেও কাজ করেছেন।
সূত্রের খবর, মঙ্গলবার থেকে পেটের সমস্যা চলছিল তাঁর। শারীরিক অসুস্থতা নিয়েই শুটিং করে গিয়েছেন। বুধবার সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন। তা নিয়েই স্টার জলসা চ্যানেলের ইশমার্ট জোড়ি বিয়েলিটি শো-র শুটিং করছিলেন। শুটিং ফ্লোরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিষেক। ব্লাড প্রেসার হঠাৎই কমে যায়। খানিক সুস্থ হওয়ার পর দুপুরে বাড়িতে চলে যান। বুঝতেও পারেননি সে সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অনেক চেষ্টা করেও তাঁকে রাখা গেল না। বৃহস্পতিবার ভোর রাতে অকালে চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক মহল। শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে অভিনেতার প্রয়াণে শোকবার্তা জানান তিনি।