Advertisement

Pankaj Tripathi-Anindya Sengupta: একই ফ্রেমে সৃজিতের দুই হিরো, বাংলার পর বলিউড সফর অনিন্দ্য সেনগুপ্তের

টলিউডে কি তবে সত্যি নতুনদের কোনও কদর নেই? কান পাতলে অন্তত সেরকমটাই শোনা যাচ্ছে এবং চোখেও দেখা যাচ্ছে। যশ দাশগুপ্ত, রোহন ভট্টাচার্যের পর আরও এক প্রতিভাবান অভিনেতা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাড়ি দিচ্ছেন। কথা হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘এক্স ইকুয়্যালস টু প্রেম’ ছবির মুখ্য চরিত্র খিলাত অর্থাৎ অনিন্দ্য সেনগুপ্তকে নিয়ে।

অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2023,
  • अपडेटेड 8:34 PM IST
  • যশ দাশগুপ্ত, রোহন ভট্টাচার্যের পর আরও এক প্রতিভাবান অভিনেতা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাড়ি দিচ্ছেন।
  • অনিন্দ্যর ঝুলিতে রয়েছে দুটি বাংলা ছবি ও একটি ওয়েব সিরিজ। আর এরই মধ্যে হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা অভিনেতা।
  • এই সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। অভিনেতা অনিন্দ্য পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই খুশি।

টলিউডে কি তবে সত্যি নতুনদের কোনও কদর নেই? কান পাতলে অন্তত সেরকমটাই শোনা যাচ্ছে এবং চোখেও দেখা যাচ্ছে। যশ দাশগুপ্ত, রোহন ভট্টাচার্যের পর আরও এক প্রতিভাবান অভিনেতা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাড়ি দিচ্ছেন। কথা হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘এক্স ইকুয়্যালস টু প্রেম’ ছবির মুখ্য চরিত্র খিলাত অর্থাৎ অনিন্দ্য সেনগুপ্তকে নিয়ে। ইনস্টাগ্রামে তাঁর ও বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর একসঙ্গে দেওয়া ছবি জল্পনা ক্রমে উস্কে দিয়েছে। 

করক সিং সিনেমায় অনিন্দ্য
সৃজিত পরিচালিত ‘শেরদিল’ ছবিতে সাহসী মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠীকে। বলিউডে পঙ্কজ ত্রিপাঠী তাঁর অভিনয় দক্ষতা দিয়ে নিজের অন্য এক জায়গা তৈরি করে ফেলেছেন। অপরদিকে অনিন্দ্যর ঝুলিতে রয়েছে দুটি বাংলা ছবি ও একটি ওয়েব সিরিজ। আর এরই মধ্যে হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা অভিনেতা। অনিন্দ্য পঙ্কজ ত্রিপাঠী ও জয়া আহসানের সঙ্গে ‘করক সিং’ ছবিতে স্ক্রিন শেয়ার করবেন। অভিনেতাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমেই হিন্দি ছবিতে অভিষেক ঘটছে অনিন্দ্যর।   

শুটিংয়ের শেষদিন ছবি তোলেন দুই অভিনেতা
এই সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। অভিনেতা অনিন্দ্য পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই খুশি। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি অভিনেতার আনন্দের পরিমাণ জানান দিচ্ছে। অভিনেতার কথায়, পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয় করার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। বলিউড তারকা হলেও তিনি একেবারে মাটির মানুষ। দুদিন একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দৃশ্য একটা হলেও অনিন্দ্য তা উপভোগ করেছেন। অনিন্দ্য বলেন, অনেক কিছু শিখেছি এই দুদিনে পঙ্কজ ত্রিপাঠীর কাছে। এত বড় তারকা হওয়া সত্ত্বেও কোনও অহঙ্কার নেই।' পঙ্কজ ত্রিপাঠী নিজে বাংলার জামাই হলেও অনিন্দ্যর সঙ্গে কথাবার্তা চলত হিন্দিতেই। শুটিংয়ের শেষদিন অনিন্দ্যর আবদার মেটাতেই পঙ্কজ ত্রিপাঠী তাঁর সঙ্গে ছবি তোলেন। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ও অনিন্দ্য সেনগুপ্ত ছাড়াও রয়েছেন জয়া আহসান, সঞ্জনা সাংঘি এবং বহুবছর পর এই সিনেমায় দেখা যাবে বাঙালি অভিনেত্রী স্বরলিপিকে।  

Advertisement

আবারও কাজ করতে চান অনিন্দ্য পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে
প্রসঙ্গত, এক্স ইকুয়্যালস টু প্রেম’ সিনেমায় খিলাতের চরিত্র অনিন্দ্যকে রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল। তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়। হইচইতে চলছে হস্টেল ডেজ এবং অনিন্দ্যর অতি উত্তম এই বছরেই মুক্তি পেতে পারে। অনিন্দ্যর কথায় যে কোনও দৃশ্যে পঙ্কজ ত্রিপাঠী অন্য অভিনেতাদের অসম্ভব ভালো সহযোগিতা করেন। তবে আবার পঙ্কজ জির সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন অনিন্দ্য। সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং হয়েছে কলকাতাতে।

আরও পড়ুন: Atal Bihari Vajpayee Biopic: 'ম্যায় অটল হুঁ', বাজপেয়ীর জন্মদিনে নতুন লুকে সামনে এলেন পঙ্কজ ত্রিপাঠী

    টলিউড তারকাদের বলিউড পাড়ি
    বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতারা এখন বলিউডে পাড়ি দিচ্ছেন এ প্রসঙ্গে অনিন্দ্য বলেন, হিন্দি সিনেমার অগ্রাধিকার সারা দেশে সবচেয়ে আগে। সেটা অনস্বীকার্য। তবে এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত, হিন্দিতে ভালো সুযোগ পেলে আমি অবশ্যই কাজ করতে চাই। হিন্দি কেন আমি একাধিক ভাষায় কাজ করতে চাই। কিন্তু আমার শিকড় বাংলা, তাই দক্ষিণ ভারতীয় তারকাদের সঙ্গে আমি একমত যে তাঁরা আসে কাজ করে আবার নিজেদের ভাষার সিনেমায় ফিরে যায়। আমিও সেই পথ অনুসরণ করতে চাই। তবে বাংলা ভাষায় কাজ করাটাই যে অগ্রাধিকার আমার।'    


     

    Read more!
    Advertisement

    RECOMMENDED

    Advertisement