Advertisement

Rohaan Bhattacharjee: কালীঘাটে পুজো দিয়েই বলিউড ডেবিউ রোহনের, নায়িকা কে?

ছোটপর্দার খুবই জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য। ভজ গোবিন্দ থেকে ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন রোহন ভট্টাচার্য। এরপর রোহনের জনপ্রিয়তা বাড়ে অপরাজিতা অপু সিরিয়ালের মাধ্যমে। এবার সেই রোহন বলিউডে পা দিতে চলেছেন। এই খবর যদিও অনেক আগের।

রোহন ভট্টাচার্য ও শ্রুতি দাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামরোহন ভট্টাচার্য ও শ্রুতি দাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2023,
  • अपडेटेड 6:39 PM IST
  • ছোটপর্দার খুবই জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য।
  • ভজ গোবিন্দ থেকে ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন রোহন ভট্টাচার্য।
  • এবার সেই রোহন বলিউডে পা দিতে চলেছেন।

ছোটপর্দার খুবই জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য। ভজ গোবিন্দ থেকে ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন রোহন ভট্টাচার্য। এরপর রোহনের জনপ্রিয়তা বাড়ে অপরাজিতা অপু সিরিয়ালের মাধ্যমে। এবার সেই রোহন বলিউডে পা দিতে চলেছেন। এই খবর যদিও অনেক আগের। তবে সিনেমার নাম কী বা তাঁর চরিত্রটাই বা কী সেইসব কিছুই জানা যায়নি।

হিন্দি সিনেমায় পা রোহনের
অভিনেতা হিসাবে নিজের ব্যাপ্তি বাড়াতে এবার সোজা হিন্দি সিনেমার দিকে পা বাড়ালেন রোহন। টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে এ বার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবির নাম ‘শূন্যক’। বৃহস্পতিবার কালীঘাটে পুজো দিয়ে এই সিনেমার যাত্রা শুরু করলেন অভিনেতা। এই সিনেমার দায়িত্বে রয়েছেন সম্রাট দাস এবং অভিজিৎ ভট্টাচার্য। ইন্ডাস্ট্রিতে তাঁদের পরিচয় রানা এবং শ্যাম।

প্রথম হিন্দি সিনেমা রোহনের
জানা গিয়েছে এটাই অভিনেতার প্রথম হিন্দি সিনেমা। স্বাভাবিকভাবেই এই সিনেমা নিয়ে তিনি খুবই উত্তেজিত। এই সিনেমা পুরোটাই থ্রিলারে মোড়া। এই সিনেমার শ্যুটিং হবে কলকাতার বাইরে। কিছু অংশের শ্যুটিং হবে সিকিমে। আর কিছু অংশের শুট হবে সিকিমে। এই সিনেমায় রোহনের বিপরীতে দেখা যাবে এক্স=প্রেম খ্যাত শ্রুতি দাসকে। 

আরও পড়ুন

বিপরীতে শ্রুতি দাস
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে শ্রুতিকে দেখা গিয়েছিল এক্স=প্রেম-সিনেমাতে। এরপর আবারও বড়পর্দায় দেখা যাবে শ্রুতিকে। নতুন গল্পের সঙ্গে পাওয়া যাবে নতুন জুটিকে। এই মুহূর্তে রোহন ব্যস্ত সিরিজ,সিনেমার কাজ নিয়ে। এক দিকে শ্যুটিং চলছে সুরিন্দর ফিল্মসের নতুন সিরিজের। অন্য দিকে ২৮ ফেব্রুয়ারি তিনি যাচ্ছেন ওড়িশা। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর ‘বাঘাযতীন’-এর কাজ এখনও কিছুটা বাকি। তার শ্যুটিং শেষ করেই এই হিন্দি সিনেমার শ্যুটিংয়ে মন দেবেন রোহন।

শ্রুতি দাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

ভজ গোবিন্দ দিয়ে কেরিয়ার শুরু রোহনের
ছোটপর্দার রোহন তাঁর কেরিয়ার শুরু করেন ভজ গোবিন্দ সিরিয়ালের মাধ্যমে। ভজ গৌরাঙ্গের পর কলের বউ, অপরাজিতা অপু-তে তিনি জায়গা করে নেন দর্শকের মনে। এখানেই শেষ নয়, এরপর রোহন নজর কাড়েন রিয়ালিটি শোয়ের মঞ্চে। কখনও সঞ্চালক কখনও মেন্টর হিসাবে দেখা গেছে তাঁকে ডান্স রিয়ালিটি শোয়ে। এমনকী ওয়েব সিরিজেও তিনি অনবদ্য। সম্প্রতি ‘হস্টেল ডেজ’ ওয়েবসিরিজে প্রশংসা কুড়িয়েছেন রোহন। তবে বাংলা থেকে এবার তাঁর স্বপ্নের উড়ান বলিউডে।
 

Read more!
Advertisement
Advertisement