Advertisement

করোনা আক্রান্ত সায়নী ঘোষ, রয়েছেন আইসোলেশনে

তিনি শুধুমাত্র অভিনেত্রীই নন, নেত্রীও বটে। বিনোদনের সঙ্গে রাজনীতিতেও সমানভাবে জড়িয়ে সায়নী ঘোষ। তবে করোনার কারণে এখন সাময়িক ভাবে থমকে গিয়েছে তার জীবনযাত্রা। গত কাল সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে সায়নী জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত। তাই সাময়িকভাবে আগামী সমস্ত কর্মসূচি বাতিল করছেন।

সায়নী ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2022,
  • अपडेटेड 1:50 PM IST

তিনি শুধুমাত্র অভিনেত্রীই নন, নেত্রীও বটে। বিনোদনের সঙ্গে রাজনীতিতেও সমানভাবে জড়িয়ে সায়নী ঘোষ। তবে করোনার কারণে এখন সাময়িক ভাবে থমকে গিয়েছে তার জীবনযাত্রা। গত কাল সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে সায়নী জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত। তাই সাময়িকভাবে আগামী সমস্ত কর্মসূচি বাতিল করছেন।

যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী দীর্ঘ পোস্টে লেখেন, 'আজ কোভিড টেস্টের রিপোর্ট পেলাম। আমি করোনা আক্রান্ত। যদিও করোনার তেমন কোনও উপসর্গ ছিল না। সামান্য জ্বর বা সর্দি-কাশি ছাড়া বিশেষ কিছুই হয়নি। গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন। কিছু সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সাময়িক ভাবে সরিয়ে নেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি আশা করছি কয়েক দিনের মধ্যে দ্বিগুণ উদ্যম এবং সুস্থতা নিয়ে ফিরে আসব। সকলকে ভালোবাসা।'

 

গত জুন-জুলাই মাসে গোটা দেশেই করোনার প্রকোপ সামান্য বেড়েছিল। প্রতি দিন সংক্রামিতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল মৃত্যুর সংখ্যাও। ব্যতিক্রম ছিল না এ রাজ্যও। সিজন চেঞ্জের কারণে জ্বর-সর্দি এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ভুগছেন। এর সঙ্গে করোনার তফাত করা একটু কঠিন। টেস্ট না করালে বোঝা সম্ভব নয়।

গত বিধানসভা ভোটে হারলেও গুরুত্বপূর্ণ দলীয় পদ পেয়েছেন সায়নী। সিনেমা-শুটিং তো রয়েছেই, তার সঙ্গে একগুচ্ছ দলীয় কর্মসূচিতে প্রায় প্রতিদিন অংশ নিতে হয় তাঁকে। আপাতত সমস্ত কিছু থেকেই দূরে থাকতে হচ্ছে 'অপরাজিত' অভিনেত্রীকে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement