Advertisement

Srijit- Rudranil: 'প্রোপাগান্ডা ফিল্ম তো শুধু বিজেপি বানায়...'! সৃজিতের নতুন ছবি নিয়ে কটাক্ষ রুদ্রনীলের

Tollywood Gossips: ছবির খবর চাউর হওয়ার পর থেকেই দারুণ কৌতূহল দেখা যায় দর্শকদের মনে। ছবি নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ছবির নাম 'উইঙ্কল টুইঙ্কল'। সোমবার বড় চমক দিলেন 'ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়'।

রুদ্রনীল- সৃজিত (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2024,
  • अपडेटेड 3:57 PM IST

নতুন আরও একটি ছবি তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। একথা এখন প্রায় সকলেরই জানা। ছবির খবর চাউর হওয়ার পর থেকেই দারুণ কৌতূহল দেখা যায় দর্শকদের মনে। ছবি নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ছবির নাম 'উইঙ্কল টুইঙ্কল'। সোমবার বড় চমক দিলেন 'ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়'। প্রকাশ্যে আনলেন প্রথম পোস্টার। আর তারপর থেকেই শুরু টলিউডে শোরগোল, নানা জল্পনা।  

ব্রাত্য বসুর বিখ্যাত নাটক 'উইঙ্কল টুইঙ্কল' অবলম্বনে ছবি তৈরি করছেন সৃজিত। প্রথম পোস্টারে দেখা যাচ্ছে, পিছনে লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে রয়েছেন দুই ব্যক্তি। আর তার পাশে রয়েছে কাস্তে- হাতুড়ি। তা থেকে রক্তের মতো লাল রং চুঁইয়ে পড়ছে। একদিকে যেমন  টলিপাড়ার অনেকে পরিচালকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতেই। অন্যদিকে, সৃজিতের ছবি নিয়ে নাম না করেই তৃণমূল- কংগ্রেসকে কটাক্ষ করলেন অভিনেতা- বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

'প্রোপাগান্ডা ছবির' প্রসঙ্গ তুলে শুধু সৃজিত নয়, কনীনিকা বন্দ্যোপাধ্য়ায় অভিনীত ছবি 'সুকন্যা'-কে কটাক্ষ করতেও ছাড়েননি রুদ্রনীল। নিজের সোশ্যাল পেজে দুই ছবির পোস্টার শেয়ার করে রুদ্রনীল লেখেন, "না না ধুস…প্রোপাগান্ডা ফিল্ম তো শুধু বিজেপি বানায়- বিরোধীরা বলে!!এগুলো তো 'ঠাকুমার ঝুলি'।"

 

 

প্রসঙ্গত, ২০০২ সালে বাত্য বসুর লেখা নাটক 'উইঙ্কল টুইঙ্কল' মঞ্চস্থ করেন দেবেশ চট্টোপাধ্যায়। ১৯৭৬ সালে রাজনৈতিক বন্দি সব্যসাচী নামে এক চরিত্রের কথা আসে জনপ্রিয় নাটকটিতে। ২০০২ সালে সে হঠাৎই ফিরে এলে, সমাজজীবন তার কাছে নতুন অর্থ নিয়ে হাজির হয়। সব্যসাচীর ছেলে ইন্দ্র বাবার বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। 

সম্প্রতি, নাটকটির স্বত্ব কিনেছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। নির্মাতাদের মতে, রাজনৈতিক নাটক হলেও ছবিটা অ্যাডাপ্টেশন।  স্টুডিওপাড়ার গুঞ্জন, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনসূয়া মজুমদার এবং অঙ্গনা রায়কে। যদিও এবিষয়ে এখনও সিলমোহর দেননি কেউই। সব ঠিক থাকলে, আগামী জানুয়ারি মাস থেকে ছবির শ্যুটিং শুরু হতে পারে।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement