Advertisement

Dev: নতুন হেয়ারস্টাইলে পরের ছবির জন্য তৈরি দেব

পরবর্তী ছবির জন্য লুক পাল্টে ফেলছেন অভিনেতা সাংসদ দেব (Dev). সোশাল মিডিয়ায় তারই এক ঝলক প্রকাশ করলেন তিনি। তবে তাঁর মুখের আদল কতটা পরিবর্তন হচ্ছে তা জানার জন্য দর্শকদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। শুধুমাত্র মাথার পিছন দিকের একটি ছবি আপলোড করেছেন টলিউড সুপারস্টার।

দেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2021,
  • अपडेटेड 8:15 AM IST
  • এতদিন ‘কিশমিশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি
  • উইগ পরে শুটিং করেছেন, তাও হেয়ারকাটে বদল করেননি
  • রবর্তী ছবির জন্য লুক পাল্টে ফেলছেন অভিনেতা সাংসদ দেব

কিশমিশের (Kishmish) শুটিং শেষ করেছেন। এ বার পরবর্তী ছবির জন্য লুক পাল্টে ফেলছেন অভিনেতা সাংসদ দেব (Dev). সোশাল মিডিয়ায় তারই এক ঝলক প্রকাশ করলেন তিনি। তবে তাঁর মুখের আদল কতটা পরিবর্তন হচ্ছে তা জানার জন্য দর্শকদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। শুধুমাত্র মাথার পিছন দিকের একটি ছবি আপলোড করেছেন টলিউড সুপারস্টার।

যাঁরা অভিনয় করেন, বিভিন্ন চরিত্র হয়ে ওঠা তাঁদের কাজ। দেবও ব্যতিক্রম নন। এতদিন ‘কিশমিশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। যদিও উইগ পরে শুটিং করেছেন, তাও হেয়ারকাটে বদল করেননি। সে ছবির কাজ শেষ। এ বার নতুন ছবির প্রস্তুতি শুরু। তার জন্য চুলের স্টাইল বদলে লুকে কিছুটা বদল আনলেন অভিনেতা।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ প্রথমে ২০২০-র পুজো, তারপর ২০২১-এর পুজোতে ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা প্রথমে দেব করেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা রিলিজ করানো সম্ভব। সব কিছু ঠিক থাকলে সিনেমা হলে গিয়ে দর্শককে সিনেমা দেখার অনুরোধ করেছেন তিনি।

 

কখনও যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, কখনও বা খুদে শিল্পী লাড্ডু এবং উদিতা হাজির থেকেছে ‘কিশমিশ’-এর সেটে। প্রযোজক হিসেবে নিজের জার্নি শুরু করার পর সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করেছেন দেব। এই ছবিও ব্যতিক্রম নয়। তাঁর এবং রুক্মিণীর লুক আগেই প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি থেকেও নতুন কিছু পাওয়ার আশায় রয়েছেন দর্শক। এই ছবি যে সকলের মন জয় করে নেবে, সে বিষয়ে প্রমিস করেছেন দুজনেই।

আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত দেব প্রযোজিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবিটি। সে ছবির প্রসঙ্গে ফেসবুক লাইভে দেব বলেন, “আমার, অনিকেতদার, শাশ্বতদার, খরাজদার, অর্পিতাদির স্বপ্নপূরণের গল্প এটা। অনেকদিন পর রূপকথার গল্প। সবাইকে টানবে। সুমনদা, কবীর সুমন অসাধারণ মিউজিক করেছেন। উনি না থাকলে ছবিটা করা সম্ভব হত না। টাইটেল ট্র্যাকটা যে ভাবে বাচ্চাদের দিয়ে গাওয়ানো হয়েছে, অসাধারণ। বাংলা খেয়াল নিয়ে বাংলা ছবিতে খুব কম কাজ হয়েছে। কবীরদা লেজেন্ড। ধন্যবাদ ওঁকে।”

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement