Advertisement

Trina Saha: KIFF-এর উদ্বোধনী মঞ্চে 'সুপারস্টার'দের পাশে তৃণা, কটাক্ষের মোক্ষম জবাব অভিনেত্রীর

Trina Saha- KIFF Controversy: কিফের উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত বসেছিল চাঁদের হাট। টলি- বলি তারকাদের সঙ্গে, মঞ্চে হাজির ছিলেন টেলিপাড়ার গুনগুন- অভিনেত্রী তৃণা সাহাও। কীভাবে তিনি এই মঞ্চে জায়গা পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। 

KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে তৃণা সাহা (ছবি: ফেসবুক)KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে তৃণা সাহা (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2022,
  • अपडेटेड 5:32 PM IST

চলছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival)। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের কিফ (KIFF)। গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) হয় চলচ্চিত্র উৎসবের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান (28th KIFF Inauguration)। প্রতিবারের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত বসেছিল চাঁদের হাট। টলি- বলি তারকাদের সঙ্গে মঞ্চে হাজির ছিলেন টেলিপাড়ার গুনগুন- অভিনেত্রী তৃণা সাহাও (Trina Saha)। আর সেখানেই ঘটেছে বিপত্তি। কীভাবে তিনি এই মঞ্চে জায়গা পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। 

কিফের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি রূপে ছিলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, কুমার শানু, রানি মুখোপাধ্যায়, অরিজিৎ সিং-এর মত বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম সারির টলিউড অভিনেতাদের প্রায় সকলেই। টলি- বলির তাবড় তারকাদের সঙ্গে টেলিপাড়ার একমাত্র অভিনেত্রী তৃণাকে মঞ্চে দেখে, অনেকেই কটাক্ষ শুরু করেছেন তাঁকে। 

 

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরে, শাহরুখ খানের সঙ্গে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তৃণা। যেখানে দেখা যাচ্ছে বলিউড বাদশাহ তাঁর হাত ধরে কথা বলছেন। এই মুহূর্ত যে, টেলি নায়িকার কাছে একেবারে 'ফ্যানগার্ল মোমেন্ট' তা আর বলতে বাকি রাখে না। কিং খানের পাশে দাঁড়িয়েও একটি ছবি তুলেছেন অভিনেত্রী। যে ছবিটি লেন্সবন্দী করেছেন অরিন্দম শীল। পরিচালকের পরবর্তী ছবি 'ইস্কাবনের বিবি'-তে মুখ্য চরিত্রে রয়েছেন তৃণা। তবে নিন্দুকদের কটাক্ষ শুনে রীতিমতো বিরক্ত অভিনেত্রী শেষমেশ মুখ খুললেন। 

নিজের সোশ্যাল পেজে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তৃণা সাহা। ক্ষুদ্ধ অভিনেত্রী লিখেছেন, "সিনেমার অভিনেতা/অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা/অভিনেত্রীদের কি কোনো শ্রেণী দিয়ে ভাগ করা যায়??? সকলেরই তো কাজ মানুষেকে এন্টারটেইনমেন্ট উপহার দেওয়া!!! সকলে নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তবু কেনো সবসময় সিনেমার থেকে টেলিভিশনকে ছোটো করে দেখানো হয়? সিনেমা বা টেলিভিশনের মধ্যে দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। তাহলে "সার্কাস" থেকে "শাহরুখ" হতো না। ...মনে রাখবেন - সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে।" 

Advertisement


 

 

প্রসঙ্গত,  'খড়কুটো' -র আগে 'খোকাবাবু', 'জয় কালী কলকাত্তাওয়ালি', 'কলের বউ'-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন তৃণা সাহা। 'খড়কুটো' শেষ হওয়ার পর, 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩ -তে মেন্টর হিসাবে রয়েছেন তিনি। 'শ্রীমতি' ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ননদের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে 'ইস্কাবনের বিবি' ছাড়াও তাঁর হাতে রয়েছে 'লহো গৌরাঙ্গের নাম রে'-র মতো একাধিক কাজ। 


 

Read more!
Advertisement
Advertisement