হাসপাতালে ভরতি হলেন প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। গত কয়েক দিন ধরে জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্যা ছিল তাঁর। শুক্রবার ৭ মে সকালে তিনি চিকিৎসকের পরামর্শ নেন। তাঁর বয়স এবং শারীরিক অবস্থা দেখে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে।
প্রাথমিক উপসর্গ দেখে করোনা বলে সন্দেহ করা হচ্ছে। সেই মতো পরীক্ষাও করা হচ্ছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন অভিনেত্রী। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক টলিউড অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তালিকায় শুভশ্রী, জিৎ থেকে শুরু করে কৌশিক সেন, তাঁর স্ত্রী রেশমি সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান, ঋতব্রত মুখোপাধ্যায়, পার্নো মিত্র, অনেকেই রয়েছেন। বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা সংকটজনক অবস্থায় ভরতি হাসপাতালে। করোনায় আক্রান্তদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে টলিউডে।
করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি প্রয়াত হয়েছেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। সাহিত্যিক অনীশ দেব-ও করোনায় প্রয়াত হয়েছেন কয়েক সপ্তাহ আগে। এঁদের একাধিক শারীরিক সমস্যা ছিল। তার সঙ্গে করোনা সংক্রমণ পরিস্থিতি আরও জটিল করেছিল।