বাংলার প্রথম কপ ইউনিভার্স তৈরি হচ্ছে এই পুজোতেই। ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'দশম অবতার'। সৃজিতের এই ছবি আসলে তাঁর দুই জনপ্রিয় ছবি 'বাইশে শ্রাবণ' ও 'ভিঞ্চিদা'-র মিশিলে তৈরি বলা যায়।'বাইশে শ্রাবণ'-র প্রিক্যুয়েল 'দশম অবতার'। দীর্ঘ ১২ বছর পর ফের পর্দায় ফিরছেন প্রবীর রায়চৌধুরী এবং ৪ বছর পর ফের দেখা মিলবে ডিসিডিডি পোদ্দারের। হঠাৎ 'প্রিক্যুয়েল' কেন বেছে নিলেন পরিচালক? 'পুলিশি ব্রহ্মান্ড' তৈরি করা কতটা ঝুঁকিপূর্ণ ছিল? bangla.aajtak.in-এর সঙ্গে আড্ডায় নানা প্রশ্নের উত্তর দিলেন সৃজিত।