২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট লড়ার পর। কিছুদিন আগে নিজেই টুইট করে বিজেপির সাথে তাঁর সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি এবর ফুল বদল করে ফেললেন। এ নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। সেই জল্পনা আরও উস্কে দিলেন তিনি নিজেই। সোমবার দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর মসজিদবাটিতে তৃণমূল কংগ্রেস আয়োজিত ক্যানিং মহকুমার বিধায়কদের সম্বর্ধনা সভায় যোগ দেন শ্রাবন্তী। এদিন তৃণমূলের কোনও নেতৃত্ব তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা না তুলে দিলেও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকাত মোল্লা দাবি করেছেন শ্রাবন্তী বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে ফিরেছেন।