বিশ্বনাথ বসু 'ব্যক্তিগত'-তে জানালেন তাঁর স্ট্রাগলের গল্প। শুভাশিস মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, খরাজ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীদের অবদান তাঁর জীবনে অনস্বীকার্য। তিনি আরও জানালেন, হারানোর ভয় পান না। পরিশ্রমে বিশ্বাসী বরাবরই। আজও সমানভাবে পরিশ্রম করে যান।